নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখের কোন এক সকালে উচ্চ পদস্থ একজন সরকারি কর্মকর্তার বাসায় গিয়েছিলাম । ওনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের একজন । তিনি ও আমাকে তাঁর সন্তানদের থেকে আলাদা করেন না ।
বাসায় গিয়ে দেখি আন্টির রান্নার কাজে সহায়তা করছেন । আন্টি রুটি বানাচ্ছেন , আর উনি ডিম ভাজি করছেন । ডিম ভাজি শেষ থালা বাসন পরিস্কার করে ডাইনিং টেবিলে নিয়ে আসেন ।ভাজি টা ভুলে রান্না ঘরে রেখে চলে এসেছেন । আন্টি যেই না আনতে যাবার জন্য উঠবে , উনি বলে উঠলেন তুমি বস । আমি যাচ্ছি । আন্টির সোজা সাপ্টা উত্তর , এত আহ্লাদী পনা করবা না । তোমার এই আহ্লাদী পনার জন্য এই মাসে আমার ২ কেজি ওজন বেড়েছে ।
বেঁচে থাক ভালবাসা ।
প্রতিটা ঘরে লালিত হোক এই আহ্লাদীপনা ।
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: জয় হোক ভালবাসার ।
২| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩০
আকিব হাসান জাভেদ বলেছেন: ভালোবাসার জয় হউক । চিরায়ীত হউক এই ভালোবাসা চিরন্তর।
২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: চিরায়ীত হউক এই ভালোবাসা চিরন্তর। ধন্যবাদ আপনাকে ।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: প্রতি ঘরে ঘরে যেন এমন হয়।
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৫
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: আমাদের সকলের চাওয়া যেন এমন হয় । ধ্যনবাদ আপনাকে ।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বেঁচে থাকুক ভালবাসা!
#শ্রদ্ধেরভাজন -- শ্রদ্ধেয়/শ্রদ্ধাভাজন!!
#ওনি--- উনি
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩০
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ আপনাকে । সংশোধিত ।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২
মৌরি হক দোলা বলেছেন: সত্যিই যেন সব সংসারে ভালোবাসা বেঁচে থাকে সবসময়
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৪
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: সেটাই আমাদের সকলের চাওয়া হোক ।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
কাওসার চৌধুরী বলেছেন: ভাই, এটা গল্প নয় তো? লেখাটি সুন্দর হয়েছে। শুভেচ্ছা নেবেন।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: না ভাই , এটা কোন গল্প নয় । বাস্তব । ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: চিরদিন বেঁচে থাক।