![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-- তোরে আমি ফোন দিয়েছিলাম ?
-- জি, ভাই দিয়েছিলেন ।
--ফোন ধরিস নাই কেন ?
-- ভাই একটু বাইরে ছিলাম ।
-- তুই তো একটা আপাদমস্তক বেয়াদপ ।
-- জি ভাই । ফাজিল বা রামছাগলও বলতে পারেন ।
-- ফাইলামি করস ?
-- না ভাই ।
-- টাকা পাইছিস ?
-- জি, ভাই । কিন্তু কিসের জন্য ?
-- তুই কি করিস ?
-- নিবন্ধিত প্রথম শ্রেণীর বেকার ।
--আমি কি করি ?
-- চাকুরী ।
-- সামনে কি ?
-- ঈদ ।
-- রামছাগল, আমার কি তোকে ফোন দিয়ে বলতে হবে , আমাকে ফোন দিয়ে ঈদের বোনাস চা ।
-- না ভাই, ভুল হয়ে গেছে ।
-- অন্তত পক্ষে বেকার থাকাকালীন এই ভুল গুলো আর করিস না । লস হয়ে যাবে । আর হ্যাঁ , যা পাঠিয়েছি ওতে না হলে ফোন দিবি ।
-- জি , ভাই ।
একটি বড় ভাই প্রযোজনা । ( সন্ধ্যায় আসা ফোন কলের সারাংশ)
২| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:২১
কাইকর বলেছেন: আমার তো ভাই নেই
৩| ১১ ই জুন, ২০১৮ ভোর ৫:০৪
কিশোর মাইনু বলেছেন: আমি নিজেই সবার বড়।
আমার বড় ভাই/বোন কিছুই নেই।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৮ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: এরকম বড় ভাই যদি আমার থাকতো।