নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজপত্র অনুযায়ী বৈধ বেকার ...

নাজমুল ইসলাম সাদ্দাম

সময়ের সাথে বিলিয়মান।

নাজমুল ইসলাম সাদ্দাম › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত মিথ্যাবাদী

১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩




--কি বাবা , তোর কোন খবর নাই কেন ?
--মা পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত তাই ফোন দেওয়া হয় নি । কেমন আছো তুমি, বাবা কেমন আছে ?
* ফোনে টাকা না থাকায় বাসয় ফোন দেওয়া সম্ভব হয় নি ।

-- তোমার কি টাকা লাগবে ?
--না আব্বু, টাকা আছে । লাগলে আমি চেয়ে নিব ।
* শেষ ৪ দিন ৫ টাকার একটা কয়েন মানিব্যাগের চিপায় আটকে আছে ।

-- বাবা, এই মাসে তো একটু সমস্যা । বেতনটা আগামী মাসে নিও ।
-- আচ্ছা আন্টি, সমস্যা নাই । আর তাছাড়া এই মহুর্তে আমার টাকার দরকারও নাই ।
* অথচ এই টাকাটা পেলে চাকরির দুইটা আবেদন করতে পারতো ।

-- তুই কি আমারে ভুলে গেলি, তিন চার দিন হয়ে গেল ফোন দিস না ।
-- না মা ভুলি নাই ।ক্লাস নিয়ে একটু ব্যস্ত তাই ফোন দেওয়া হয় না ।
* মেসে রান্না হয়নি । ফোন দিলেই মা জিজ্ঞাসা করবে কি খেলি ?

-- তোর কি সমস্যা , ক্লাসে আসস না ক্যান ।
-- না এমনি আসা হয়নি । আগামী সপ্তাহে আসবো ।
--তুই কি অসুস্থ ?
--আরে নাহ ।
* দুই দিন জ্বরের ঘোরে মাথা তুলতে পারেন নি ।

[বিঃদ্রঃ আমি এই দলের একজন সক্রিয় সদস্য । ]
ছবি

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

ট্রাভেলার মাসুদ বলেছেন: বাহ দারুন তো! মনের না বলা কথা গুলো বলে দিলেন।

কিছু বানান ভুল আছে, ঠিক করে নিয়েন।

পোষ্ট ভালো লেগেছে।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

আখেনাটেন বলেছেন: ভঙুর জীবন বহে চলে জীবনের নিয়মে...এর মাঝেই বেঁচে থাকে আশা-ভালোবাসা।

হোক সব কষ্টের অবসান........

৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২

মনিরা সুলতানা বলেছেন: খুব সত্যি ; বাস্তবতা কঠিন বাস্তব যাকে বলে।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: চরম বাস্তবতা :(

৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: আমি এই দলের পুরাতন সদস্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.