নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি পড়ছে পড়ুক
উদাস কিন্তু হচ্ছিনা
মন উড়ছে উডুক
কাউকে কিন্তু দিচ্ছিনা
আমি বৃষ্টিতে ভিজে ভিজে
কারো কথা ভাবছিনা
নীলাকাশে মেঘ ভাসছে ভাসুক
আমি কিন্তু ভাসছিনা
এক শালিকে দুঃখ বাড়ে
সেই কথাটা মানছিনা
আমি আকাশ দেখে দেখে
কারো কথা ভাবছিনা
মধ্যবিত্তের ছেলে বলে
বলতে কিছু পারছিনা
আমার নাহয় সংকটের দায়
বুঝতে কেন পারছনা
এভাবে কি পুষে রাখা যায়!
আমি আর পারছিনা
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ........এবং নব বর্ষের শুভেচ্ছা......
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
আহসান২০২০ বলেছেন: না পারলে থাক। অন্য কেউ পারবে। আপনি খেমা দেন।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
বাকপ্রবাস বলেছেন: হা হা হা....দিলাম খেমা...........ধন্যবাদ........এবং নব বর্ষের শুভেচ্ছা......
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
জেমস বন্ড বলেছেন: সুন্দর লিখেছেন