নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ গুম করে
কেউ গুমে পড়ে
ইলিয়াস এর হয়েছে কোনটা
জানেনা এই দেশটা
কেউ ভুল করে
কেউ খুন করে
বিশ্বজিৎ এর হয়েছে কোনটা
জানেনা এই দেশটা
আগেতো হতনা এমন
কথায় কথায় গুম আর খুন
রাজনীতি কেন বারে বারে
গুমরে মরে অন্ধকারে
কেউ বিক্রি করে
কেউ ছুড়ে মারে
বিবেক বুদ্ধি আর নীতিবোধটা
উত্তোরণের নেই কোন চেষ্টা
জানেনা এই দেশটা
স্বপ্ন দেখাও কি যে তুমি
দেশটা হবে স্বর্গভূমি
সবই আশা সবই মিছে
লুটেপুটে খাও তুমি নিজে
কেউ গুম করে
কেউ গুমে পড়ে
ইলিয়াস এর হয়েছে কোনটা
জানেনা এই দেশটা
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
বাকপ্রবাস বলেছেন: শিরোনামঃ কেউ প্রেম করে
কন্ঠঃ এস আই টুটুল
মুভিঃ ব্যাচেলর
কেউ প্রেম করে,
কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
আগেতো হয়নি এমন,
মন করে কেমন কেমন
ইচ্ছেরা যে উড়াল মারে,
কোথায় বারে বারে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
স্বপ্ন দেখি একা আমি,
হায়রে আজব পাগলামি
আমার হয়ে গেল কী যে,
উলট পালট আমি নিজে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।