নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো আমি বই পড়ি
গল্পটা শেষ হলে উপন্যাস ধরি
দশপৃষ্ঠা শেষ করে উঠে পড়ি
তারপর আমি ভুল করি
সাতপৃষ্ঠা থেকে আবার শুরু করি
এখনো আমি কাব্য করি
বালিশের পাশে রাখা কলম ধরি
ড্রাফ্টে জমে থাকা পদ্যটা সেন্ড করি
জমে থাকা মেঘগুলো জমাট করি
বৃষ্টি ঝরিয়ে তারপর আমি ঘুমিয়ে পড়ি
এখনো আমি ভুল করি
চশমাটা পকেটে রেখে খোঁজ করি
ফেইসবুকে নাম লিখে সার্চ করি
যদিও বিষয়টা নয় অতি গুরুতর আহামরি
এখনো আমি চলতে গিয়ে পথ ভুল করি
©somewhere in net ltd.