নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

অফিস টেবিল

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬





কাজের যখন পাহাড় জমে

টেবিল পুরো কাগজে

কিছুই আর কাজ করেনা

মোটা মাথার মগজে



এটা কর ওটা কর

ওটার আগে এটা চাই

দিচ্ছে তাগিত কাজের পিরিত

ব্রাঞ্চ ম্যানেজার বস মশাই



কিরিং কিরিং পড়ছেযে রিং

বেরসিক ফোনটা

কাজের ফাঁকে ক্লায়েন্ট কোয়েরী

চরমে আছে মেজাজটা!



চা গরম শরবত হয়ে

তাকিয়ে আছে হতাশে

খাচ্ছ খাব করে করে

ছেড়েই দিলাম গন্ডদেশে



কাজ ফেলে হচ্ছে টা কি!

হঠাৎ এলো ঘূর্ণীঝড়

সাম হয়্যার ব্লগে ছিলাম

ওপেন ছিল মনিটর



জি স্যার, সরি স্যার

এমন ভুল হবেনা আর

কাজ ছাড়া অন্য কিছু

অফিস বসে করবনা আর



বললেই হলো! যায়কি পারা!

ব্লগ ছাড়া সময় পার?

যতই বলি বিদায় দিলাম

আসতে হয় বারে বার

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমারও কাজের প্রচন্ড চাপ যাচ্ছে নতুন অফিসে।
কিন্তু ব্রাউজারের একটি ট্যাবে সব সময় সামু খোলা রাখি , যখন একটু ফুসরত পাই এক নজর দেখে নিই :)

অফিস কেন্দ্রিক লেখা কবিতাটি অনেক ভাল লাগল।

++

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

বাকপ্রবাস বলেছেন: ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে বস আসলে কিছুই বলেনা তবে কাপের প্রেশার থাকে অলঅয়েজ, ধন্যবাদ আপনাকে কাজ এবং ব্লগ দুটোই চলবে, চলতে হবে

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

সুফিয়া বলেছেন: আপনার ছড়াটি ভালো লাগল। চর্চা চালিয়ে গেলে আশা করি আরও মজার মজার ছড়া পাব আমরা।

ধন্যবাদ।

Click This Link

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

বাকপ্রবাস বলেছেন: দোয়া করবেন, দেশে থাকলে আপনার বইগুলো কালেক্ট করে পড়া যেত, মনে রাখলাম দেশে যখন যাব খোঁজ নেয়া যাবে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.