নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

সেতু কাব্য

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪





(১)



ঝুলিয়ে রেখে মুলাটা

রাখতে গিয়ে রেশটা

রং মেখে সং সেজে

পার পেলনা শেষটা





(২)



দুই আবুলে পাজ্ঞা লড়ে

সমানে সমান গা গতরে

পদ্মার তীরে চর পড়ে যায়

সাবাস সাবাস অহংকারে





(৩)



আমও গেল ছালাও গেল

চোরের মা'র বড় গলা

ভিক্ষা চাইনা উপোষ থাকুম

ঢোলের বাড়ি জাতির খালা





(৪)



এতো কথা এতো কান্ড

করল যারা চার বছরে

কড়ায় গন্ডায় হিসেব হবে

নির্বাচনটা আসলে পরে





(৫)



কেমন করে মুখটা দেখাও

লজ্জাও কি নাই ছিঃ

বাচাল কি আর শুনবে কথা

বললেতো বলবেন বলছি

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

ফালতু বালক বলেছেন: এতো কথা এতো কান্ড
করল যারা চার বছরে
কড়ায় গন্ডায় হিসেব হবে
নির্বাচনটা আসলে পরে।

+++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

বাকপ্রবাস বলেছেন: মামু এতো খুশি হয়েন্না
খালা কিন্তু গোস্সা হলে
নির্বাচনই দেবেনা

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

মো কবির বলেছেন: কষ্ট করে এত সুন্দর কবিতা লিখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

দেখলেন তো এদের কাছে দেশের চেয়ে ব্যক্তি আবুল-হাসিনা,খালেদা এদেরই দাম বেশি।
দেশের মানসম্মানের চেয়ে এদের মানসম্মান ই বেশি,দেশের স্বার্থের কাছে এদের স্বার্থটাই সবচেয়ে বড়।

তাই আসুন একজন অচেতন নেতা না হয়ে বরং একজন সচেতন নাগরিক হই।

যোগ দিতে পারেন আমাদের গ্রুপ পেজে

লাইক পেজ


সবার সার্বিক সহযোগিতায়, সবার জন্য তথা আগামী প্রজম্নের জন্য গড়ি সুন্দর শ্যামল একটি বাংলাদেশ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

বাকপ্রবাস বলেছেন: যদি এই গ্রুপটি আপনার ভাল লাগে, তবে এই গ্রুপে এমন কাউকে সদস্য বানাবেন, যিনি কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত নেই

গা বাচিয়ে পার কি পাবেন এভাবে
রাজনীতির ব্যামো রাজনীতিই সারাবে
যতই বলুন ইনিয়ে বিনিয়ে হবে না তো কিছু
দুইদিন পর রাজনীতিই ছুটবে আপনার পিছু
মাহি বি চেয়েছিল ব্লগার সন্মেলন
সরকার ভেবেছিল আাহা কি আস্ফালন
তবুও বলি চেষ্টা করতে পারেন
হয়তো একদিন সফল হয়ে যাবেন
আমার পক্ষে সম্ভব না সেই ভাবের হাটে
আমি গেলাম সেই মিছিলে তৌহিদের পথে

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মো কবির বলেছেন: ভাই আপনিতো অনেক ভাল লিখেন, আপনি পত্রিকায় নিয়মিত লিখেন না কেন?

আচ্ছা ভাই, আপনি কি মালয়শিয়ার কথা শুনেছেন, পড়েছেন তার অতীত ইতিহাস, পড়েছেন মাথাথির মোহাম্মাদের কাহিনী পড়েছেন।যিনি বংলাদেশী বংশদভুধ ছিলেন।
এই মহাথির মোহাম্মদ যেই মালয়শিয়া নাকি এক সময় আমাদের দেশের মতো খুড়িয়ে খুড়িয়ে চলত। এই মাহাথিত মোহাম্মাদ আজ এই মালয়শিয়াকে বদলে দিয়ে গেছেন।একবার চিন্তা করে দেখুন,
এই নোংরা রাজনীতির কারনে আমরা এই প্রগ্রতিশীল দুনিয়ায় দিন দিন পেছনে যাচ্ছি।
একবার দেশটাকে নিয়ে ভাবুন, সাধারণ মানুষের কষ্টগুলো অনুভব করার চেষ্টা করুন।
/:) :-< |-) |-) |-) |-) |-) |-) |-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

বাকপ্রবাস বলেছেন: আরবের খেজুর গাছে রস যেমন হয়না
বাংলার খেজুর গাছে খোরমাও পাবেননা

ক্ষমতাতো শপেছিলাম মইন ফখরুর হাতে
তারা কেন পারলনা, পালিয়ে বাঁচল কোন মতে

বাংলার ঘরেইতো জন্মেছিল ঘষেটি মীরজাফর
মালয়শিয়ায় ছিল নাকি রাজাকার আলবদর

মহাথীর কোথায় পাব এই বাংলার বুকে
মিষ্টি কথায় বাংলার মাটি ভেজেনা কোন মতে

আমার চাচা গুম হয়ে যায় পিটিয়ে মারছে ভাইটাকে
মিছে কেন স্বপ্ন দেখান ঘরপোড়া গরুটাকে

কি আছে বাক্স পেটরায় খোলেন দেখি একবার
ছাগলের পাল হয়ে দৌড়তে চাইনা আর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.