নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

তোমার আছে বাঁশী আর আমার হাসি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২



তোমার আছে বাঁশী

আমার আছে হাসি

এই দুই মিলে

দু'জনে বেশ আছি



আমার নিবাশ এপারে

ভাবছ নাকি কি-করে

মিল হল দু'জনের

তোমার নিবাশ ওপারে



তুমি ছেলে ভাল

আমার রংটা কাল

সবই খোদার খেল

মনে মন মিলালো



রাখ তোমার বাঁশী

আসল কথায় আসি

বাফার কাকে বলে?

বলে ফেসে গেছি



বেয়াড়া মিডিয়া তোলপাড়

যাচ্ছে বেড়ে প্রেশার

ক্যামরাটাও রেখে দিলাম

ছবি তুলিনা আর



বিদেশ যাওয়া আসা

একটু মুখের হাসি

ক্যামরায় ছবি তোলা

এটাইতো পররাষ্ট্র নীতি



ভাল্লাগেনা দূর ছাই

হাতে কাজ নাই

পররাষ্ট্রনীতি এতো সোজা

আগে তো বুঝিনায়

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: বাঁশি আর হাসি
উভয়েই সুর
ফলাতে জানলে
লাগে সুমধুর

শুভকামনা +

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

রোদের ক্রোধ বলেছেন: আমাদের দিপু মনি ও কিন্তু প্রায় ১৫০ বার বিদেশ সফর করে গিনেস রেকর্ডে নাম উঠানোর পথে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

বাকপ্রবাস বলেছেন: তাইতো দেখছি.....

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

প‌্যাপিলন বলেছেন: :D :D :D

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

বাকপ্রবাস বলেছেন: থেংকু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.