নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

বাঁচাতে ছাল বলুন বাকশাল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

তুমি আমার বন্ধু



নইলে আমার শত্রু



একটা কিছু হতেই হবে



ছাড় পাবেনা কিন্তু



@



বন্ধু হলে কাছে এসো



হাতে হাত মিলাই



আমি যখন মিয়াও বলি



বুঝবে তুমি বিলাই



@



ভুলেও যদি



কর তুমি ঘেউ



লেজটা তোমার কেটে নেব



টের পাবেনা কেউ



@



শুন এবার



বলেই ফেলি ভনিতা ছাড়ায়



মনে যত বেদনায় থাকুক



মুখে যেন থাকে বাকশাল চাই

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

রওনকআলিম বলেছেন: Good news, for the sake of current movement, Samu has Blocked me. Ha Ha Ha!!! I am bend for this post:
রাজীবের সাথে আসলেই কি চলমান গন-আন্দোলনের কোন সংশ্লিষ্ঠতা ছিলো?

জানাজায় আমিও ছিলাম, গতকাল জানাজায় অংশ নিতে আমি বাসে আর দৌড়িয়ে গিয়াছিলাম, ওজুও ছিলো। ৫:৫৫ তে যখন জানাযা শেষ হল, ভাবছিলাম ছেলেটার কত ভাগ্য, হাজার-হাজার লোক তার জানাযা পড়ছে।
মাত্রই নেটে বসলাম আর রাজীব-কে চেক করলাম। দেখলাম সে শেষ আড়াই বছর আগে, ০৯ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৬ ব্লগ লিখেছে, আর শেষ কমেন্ট করেছ ২ মাস আগে, ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৯। সেখানে সে কি লিখেছে তা আর উচ্চারন করলাম না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

বাকপ্রবাস বলেছেন: না করাটাই ভাল........ময়লা ঘাটলে গন্ধ বাড়ে

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

আহমেদ রশীদ বলেছেন: রাজীব ছেলে ভাল
তার মরার পিছনে বাকপ্রবাস মনে হয় হাজির ছিল


১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

বাকপ্রবাস বলেছেন: এটা কি হল!
এতো দেখি বুমেরাং হয়ে গেল!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

সামুর ডাইনোসর বলেছেন: আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ রাজীব ভাইকে নিয়ে কুৎসামুলক পোষ্ট সামুতে কিভাবে থাকে?





১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

বাকপ্রবাস বলেছেন: গণতন্ত্রে সহনীয় সমালোচনা থাকে, এই জন্য বিরোধী দল থাকে খুটিনাটি ভুল শুধরে দেবার জন্য, ওটা যখন রোধ হয়ে যায় তখন আর গণতন্ত্র থাকেনা, ফেসিবাদ হয়ে যায়, আমি দুঃখিত, এটা যদি সীমালংঘনমূলক কিছু হয়ে থাকে মডারেশন যদি মনে করে তাহলে মুছে দিতে পারেন আমার আপত্তি নেই,

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

সিরাজুলইসলাম বলেছেন: মানুষ মারা গলে তার খারাপ দিগ গুলা গপণ রাখা উত্তম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

বাকপ্রবাস বলেছেন: সত্যি বটে.... তবুও কিছু কিছু ব্যাপারে সচেতনতার প্রয়োজলে একটু নাড়া দিতে হয়

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

নিয়েল ( হিমু ) বলেছেন: তুমি কি মুসলিম ?
মানে তোমার ধর্ম কি ইসলাম ? নাকি জামাত ইসলাম ?
তারাতারি জবাব দো বাইরে যামু X(

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

বাকপ্রবাস বলেছেন: প্রশ্লের ব্যাপ্তি যেখানে আকাশ পাতাল সেখানে তাড়াতাড়ি উত্তর দিতে গেলে হয় প্রশ্নটাই বুঝা যায়নি না হয় ভুল উত্তর দিতে হবে, তাই নিরব থাকাটাই শ্রেয় মনে হল, গালাগালি করতে পারেন কিছু মনে করবনা, ব্লগে যখন আছি সব সইতে হবে, সইতে না পারলে নিজ থেকেই চলে যাব, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.