নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

মা

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৩





চ্যানেল নাইন এর পাওয়ার ভয়েজ ২০১২ দেখছিলাম, গানের বিচারে খুবই ভাল একটা প্রোগ্রাম, সুস্থ ধারার সংগীত চর্চা এবং ভাল শিল্পী তুলে আনার একটা ভাল প্লাটফর্ম বলা যায়, উপস্থাপনা করছেন আঁখি আলমগীর, উপস্থাপনাটা ভাল হচ্ছে যদিও আখিঁ আলমগীর এর চাল চলনে মনে হয়, দিন দিন বয়েসটা কমতির দিকেই যাচ্ছে আর মাঝের মধ্যে ড্রেসআপ এর ধরণটা উগ্রও বটে



বিচারক প্যানেল আছেন রুনা লায়লা, এর আগে ওনার জায়গায় সুবীর নন্দি ছিলেন, ইমন শাহা আছেন প্রথম থেকেই আর মাঝখানে আসলেন বাপ্পা মজুমদার, ইমনশাহা আর আঁখি আলমগীর যেভাবে মাখামাখি খুনশুটি দিচ্ছেন এবং রুনা লায়লা তাতে উৎসাহ দিয়ে যাচ্ছেন সেই তুলনায় বাপ্পা মজুমদারকে ভালই লাগল, নিজের ব্যাক্তিত্ব বজায় রেখে তাল মিলাচ্ছেন্না সেই ছেলেমিতে



এবার আসল কথায় আসি, রুনা লায়লা আর আঁখি আলমগীর এর সম্পর্কটা কি ? আঁখি আলমগীর আন্টি বলেই ডাকেন, গত পর্ব যখন চলছিল ভাবছিলাম আজকে আঁখি আলমগীর অনুপস্থিত কেন? মাঝখানে এসে দেখলাম ঘোষণা হল আজ রুনা লায়লার মেরেজ ইউনিভার্সারী, ফুলের তোড়াও এলো, হাসলাম মনে মনে এবং বুঝলাম আঁখি আলমগীর অনুপস্থিত কেন? ভাবলাম কি দরকার ছিল এমন করে ঘোষণা দেবার জন্য! রুনা লায়লার তো এটা নতুন সংসার না, এটা এমন ঘটা করে ডিকলেয়ার দিতে গিয়ে অনুষ্ঠানের উপস্থাপিকাকে অনুপস্থিত থাকতে হলো



আঁখি আলমগীর এর নেকামী ভাল না লাগলেও উপস্থাপন খুব ভাল করছেন এবং তাকে ধন্যবাদ দিতে চায় যদি তিনি এই ভেবে সেদিন উপস্থাপনায় অনুপস্থিত না থাকেন, সেটা হল, রুনা লায়লার এই বিয়ের জন্য আঁখি আলমগীর এর মা এর সংসার ভাংল, আর সেই মাকে অপমান করা হত যদি সেদিন আঁখি আলমগীর রুনা লায়লাকে সহাস্যবদনে উইস করতেন, এমন দৃষ্টিকোন থেকে যদি আঁখি অনুপস্থিত থেকে থাকেন তাহলে ধন্যবাদ না দিয়ে পারছিনা, আমি জানিনা আঁখির এখন সংসার আছে কিনা, শিল্পিদের সংসার সাধারণত ভাংগা গড়ার উপর দিয়ে যায়, রুনা লায়লা কতটা বিয়ে করেছেন জানিনা, এতো কিছুর পরও আপন মাকে যে অপমান করা হয়নি সেই বার্তাটা দেবার জন্য আমার আজকের এই পোষ্ট, আমি সাধারণত এমন বিষয় নিয়ে লিখিনা, তায় পড়ে যদি কেউ বিরক্ত বোধ করেন দু:খিত

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

বলাক০৪ বলেছেন: ঐ মূল্যবোধ আছে কিনা কে জানে!

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

বাকপ্রবাস বলেছেন: কিছুনা কিছু তো থাকবেই না হলে ঐ অনুষ্ঠানে থেকে দাত খিলিয়ে বলতো হ্যাপি আন্টি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.