নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐখানে তোর মা এর কবর
রানা ভবন তলে
কি আর হবে কেঁদে কেটে
নোনা চোখের জলে
মা কাঁদে পুত্র শোকে
বোনের খোঁজে ভাই
ইট পাথরের আড়াল থেকে
যদি দেখতে পায়
বাবারে তুই কোন তলাতে
ভাইরে তুই কই
জিন্দা নাহোক শেষ ইচ্ছে
মূর্দা একটু ছুই
ঐখানে তোর মা এর কবর
রাখিস মনে মনে
মনের কষ্ট চেপে রাখিস
কেউ যেন না জানে
আস্ত দালান উঠিয়ে দিয়ে
মায়ের কোমল গায়
মরন কালে কপালে জুটে
ছিচকে চুরির দায়
এমন করুণ মৃত্যু হল
অসম যাতনা
কসম আল্লাহর মা জননী
চোর ছিলনা
০১ লা মে, ২০১৩ রাত ৮:৩০
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ আপনাকেও পরিচিত মুখ দেখলাম অপরিচিত ভূবনে
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২
সোনামি রহমান বলেছেন: valo laglo
০১ লা মে, ২০১৩ রাত ৮:৩১
বাকপ্রবাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন
৩| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:১৭
সাইফ সোহেল বলেছেন: সুন্দর লাগল।
০১ লা মে, ২০১৩ রাত ৮:৩২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল আপনাকে
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬
চোরাবালি- বলেছেন: Thanks for nice Kobita