নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই

০১ লা মে, ২০১৩ রাত ৮:৩৪



আমাদের ঘামে তোমাদের এই শহর

আমাদের রক্তে তোমাদের এই নগর

তবুও আমাদের আজ কোন মূল্য নাই

তবুও আমাদের আজ কোন ঠিকানা নাই

নাই নাই নাই, তবুও ধন্যবাদ জানায়

অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই।।



ধন্যবাদ হে রাষ্ট্র, ধন্যবাদ হে সরকার

ধন্যবাদ ছাড়া আর কি আছে দেবার

জানিতো আছে তোমাদের অধীকার

হয় পুড়িয়ে মারার নয়তো পিষিয়ে মারার

তোমাদের কাছে আজ আমাদের প্রয়োজন নাই

নাই নাই নাই, তবুও ধন্যবাদ জানায়

অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই।।



জানিতো এই দেশ নয়তো আমার

আমাদের জুটেনা তায় দু'বেলা আহার

তোমাদের মেশিন চালায় শেকল বেঁধে পায়

তবুও আমাদের বেচেঁ থাকার নিশ্চয়তা নাই

নিরবে নিষচুপে তায় জানালাম বিদায়

আমাদের আজ বেঁচে থাকার অধীকার নাই

নাই নাই নাই, তবুও ধন্যবাদ জানায়

অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই।।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ রাত ৯:৫২

সেয়ানা বলেছেন: পোস্টে ভালো লাগা ও সাভার দুর্ঘটনায় নিহতদের প্রতি সহানুভূতি জানিয়ে গেলাম।

০১ লা মে, ২০১৩ রাত ৯:৫৫

বাকপ্রবাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন

২| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

আরজু পনি বলেছেন:

:( :(

৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১:০১

অমৃত সুধা বলেছেন: উদ্ধার আরো ২৮, মোট লাশ ৪৫১

http://dhakajournal.com/?p=5755

১১ ই মে, ২০১৩ রাত ৯:৩৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ

৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১:১৬

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: :( :( :( :( :(

১১ ই মে, ২০১৩ রাত ৯:৩৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ

৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৩২

আতাউররহমান১২০০৭ বলেছেন: মৃত্যু সবসময় এ বেদনাদায়ক। কিন্তু এরকম মর্মান্তিক মৃত্যু আরো বেশি কষ্টদায়ক। তাদের এই ধরনের মৃত্যু আমাদের সবাইকে আরো দোষী বানিয়ে গেল।

১১ ই মে, ২০১৩ রাত ৯:৩৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন

৬| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

:( :( :( :( :( :( :(

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.