নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

অভিমানি মন যখন...

২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩





উড়ছে পাখি দূর আকাশে

ডানার ফাঁকে রৌদ্র ভাসে

আমারও তেমন উড়তে ইচ্ছে হয়

আমার কেন পাখির জীবন নয়।

মানুষ কেন এত স্বার্থপর হয়।।



ফুল যে ফোটে থোকায় থোকায়

দক্ষিণা হাওয়া দোল দিয়ে যায়

ভ্রমর এসে গুণগুণিয়ে সূরের মূর্ছনায়

ফুলের সাথে ভ্রমেরর কেন এত মধুময়

আমার কেন ফুলের জীবন নয়।

মানুষ কেন এত স্বার্থপর হয়।।



এত প্রেম আর এত মায়া

হীম শীতল বৃক্ষের ছায়া

জগৎজুড়ে যেদিকে তাকায়

সবই যেন লাগে প্রেমময়

মানুষ কেন আত্ম নিয়ে বোধহীন রয়

মানুষ কেন এত স্বার্থপর হয়।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: সিম্পল!

২৩ শে মে, ২০১৩ দুপুর ২:২৯

বাকপ্রবাস বলেছেন: সিম্পলি থেন্কস ( কাল রাতে আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, মানুষ কেন এত স্বার্থপর হয় এটা নিয়ে কিছু একটা লিখতে সেই সূত্রে লিখা)

২| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৩৫

ভালবাসা007 বলেছেন: মানুষ কেন এত স্বার্থপর হয়?
মানুষ কেন এত স্বার্থপর হয়?
মানুষ কেন এত স্বার্থপর হয়?
মানুষ কেন এত স্বার্থপর হয়?
মানুষ কেন এত স্বার্থপর হয়?
মানুষ কেন এত স্বার্থপর হয়??????????????????

২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৪০

বাকপ্রবাস বলেছেন: হয়তো মানুষ বলে!!!!

৩| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রকৃতির নিয়মেই হতে হয় !

২৪ শে মে, ২০১৩ রাত ১২:১৪

বাকপ্রবাস বলেছেন: আচ্ছা আমরা যে নগর সভ্যতা গড়ে তুলেছি এটাও কি প্রকৃতির নিয়মের অধীন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.