নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি
শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।
কাটাতারে ঝুলছিলি তুই, ঝুলে গেছে দেশ
শত ভাই তোর শহীদ হল শত নিরুদ্দেশ
আমরা যারা ঘর ছেড়েছি আশা ছাড়িনি
ভাবিসনা তুই প্রাণের মায়ায় প্রতিবাদ করিনি।
ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি
শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।
যে ঘাতকরা ছিল তোর জানের হন্তারক
তাদের সাথে হাত মিলিয়ে যারা আজ শাসক
যতই তারা চোখ বুজে থাক, আমরা ভুলিনি
বিচার তাদের হতেই হবে আশা ছাড়িনি।
ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি
শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।
আমাদের সংগ্রাম চলমান চলবে নিরলস
৭ই জানুয়ারী তাই শপথের ফেলানি দিবস
ঘাতক আর বেইমান চিনতে আর ভুল করিনি
মুখ বুজে ছিল যারা বিচার হবে, হাল ছাড়িনি।
ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি
শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।
আপন ভেবে তুই কেন গেলি পাশের বাড়ি
তারা কি আর মর্ম বুঝে খালি তোর ভাতের হাড়ি
মানুষরূপি দানব তারা সভ্যতাটা যে আর শিখেনি
তাই বলে ভাবিসনা তুই লেশহীন ছিলাম, তা করিনি।
ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি
শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।
ক্ষমতায় ছিল যারা এখনো আছে জোর করে
তারা সেদিন ঘুমিয়ে ছিল এখনো আছে চুপ করে
আমরা তাই ঘর ছাড়া আজও আর ফেরা হয়নি
তোর অমর্যদায় ভাগ যাদের প্রতিবাদের দম ছাড়িনি।
ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি
শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।
তোর কবরে সবুজ ঘাসে বনফুল খুব যে হাসে
তোর প্রতি ভালবাসায় কোমল হাওয়ার দুল আসে
মন যে আমার কেমন করে চোখের কোনে টলে পানি
তবুও সেই দোসর হায়নাদের একটুও আর বুক কাঁপেনি।
ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি
শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
বাকপ্রবাস বলেছেন: এই ব্লগে পোষ্ট দেয়া হয়না, এই ব্লগের অনেক কিছু বুঝনি, পোষ্ট দেবার পর পাতায় আমার নিজের পোষ্ট খুজেঁ পাইনা, হযবরল মনে হয়, যাই হোক, একটা বদভ্যাস হল আমি লিখে সাথে সাথে পোষ্ট করে দিই, জমা রাখিনা, হয়তো দেখা যায় ঘন্টাই ২টা, এই অভিযোগ অনেকেই করে, চেষ্টা করব উতরে উঠতে, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: দৈনিক ১টি পোস্ট দিলে, পোস্টের গুরত্ব বাড়ে। আমার মতে।