নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাল কেটে আনল কুমির
সাত-ক্ষিরায়,
লাশ ফেটে রক্ত জমাট
ঘর-ভিটায়।
হাসল হাসি সেই রাক্ষুসী
দাতাল-মুখ,
কি ভয়ংকর ছিল তার
মাতাল-সুখ।
আমরা ভয়ে ছিলাম সবাই
চুপ-করে,
সেই রাক্ষুসী ফিরে গেল
পেট-পুরে।
আসবে নাকি সে আবার
ক্ষিধে-পেলে,
ধরবে ঘাড় মটকে সাবার
ফেলবে-গিলে।
হায় আল্লাহ কি উপায়
করব-কি!
এমন করে বোকার মতো
মরব-কি?
রাত জেগে দিতে হবে
ঘর-পাহারা,
করতে হবে রাক্ষুসী কে
দেশ-ছাড়া।
নইলে কিন্তু একে একে
দুদিন-পর,
সেই রাক্ষসী হেসে খেলে
পুরবে-উদর।
না না আর হবেনা
সেই-ঘটনা,
রাক্ষুসী টা আসলে আবার
পার-পাবেনা।
উঠল ফোসে গণ জোয়ার
বাংলার-বুকে,
রাক্ষুসী তার হিসেব এবার
নেবে-চুকে।
১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !
চমৎকার !