নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

আশে পাশে

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২





আশে পাশে হর হামেশায় দেখছ নাকি লাশ!

ভুলেও কভু চোখ দিওনা দেখবে শুধু ঘাস



আশে পাশে যদি কেউ গুম হয়ে যায়

বলতে হবে হতে পারে জানা শুনা নাই



আশে পাশে পুলিশ এসে যদি খোঁজ করে

দিতে হবে ভো দৌড় কলমা শাহাদাত পড়ে



আশে পাশে যদি থাকে মাসলা মাসায়াল পুস্তক

তাড়াতাড়ি সরাত হবে বুঝলে মিস্টার উজবুক



আশে পাশে কত কিছু হয়ে যাবে রোজ

তাই বলে সবকিছুর নিতে নাই খোঁজ



আশে পাশের চিন্তা ছেড়ে নিজের ভাবনা ভাব

আপনি বাঁচলে বাপের নাম সেইটা মনে রাখ



এই আমাদের আশে পাশের আজব পরিবেশ

মিথ্যা নয় সত্যি বলছি হিরক রাজার দেশ

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০

এম এ কাশেম বলেছেন: সত্যি বাস্তব-

হিরক রানীর দেশে
চলছে লড়াই বাঘে মহিষে.........

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ঠিক বলেছেন

২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন খুব করে

৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

অরুদ্ধ সকাল বলেছেন:
ভ্রাতা কুড়ি দিনে সাতাশটা লেখা লিখিয়া ফেলিয়াছেন কিভাবে সম্ভব___

কিছু লেখা পড়িলেম ভালোই লিখেন

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

বাকপ্রবাস বলেছেন: আমার দুর্নাম আছে ঘন্টায় ঘন্টায় পোষ্ট মারি, আজকে লিখেছি ৪টা কিন্তু এগুলো ছড়া হযে উঠেনা, ঠড়া হয়ে যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.