নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আম্মু আমার রূপ সচেতন কেবল সাজুগুজু
আব্বু ভীষণ ব্যাস্ত মানুষ গাড়ি বাড়ি শুধু
রোজ সকালে আম্মু যখন বিউটি পার্লার যায়
আব্বু বলে কি প্রয়োজন উৎকো সব খরচায়
কে শুনে কার কথা দুই জন দুই দিকে
সাজু গুজু গাড়ি বাড়ি সবই কেবল ছুটে
একমাত্র কন্যা আমি রাজকন্যার মতো
সবই তারা করছে পূরণ আছে বায়না যত
প্রিন্স আছে বন্ধু আমার ভীষণ রকম রকি
আমরা দুজন লাল নীল কত স্বপ্ন দেখি
হঠাৎ একটা ঝড় এসে উল্টে পাল্টে দিল
আম্মু আব্বু ঝগড়া করে ডিভোর্স হয়ে গেল
আম্মু নাকি কার সাথে করছে আবার সংসার
আব্বু ভীষণ অভিমানি ভাবছেনা ওসব আর
প্রিন্স ইদানিং কেমন জানি এড়িয়ে চলতে চায়
তারও নাকি বদলেছে মন হাওয়ায় শুনতে পাই
এসব কিছু রোজ আমাকে দিচ্ছে ভীষণ পীড়া
এমন কেন হচ্ছি সবাই বিবেক হীন বোধ ছাড়া
সমস্যাটা খুঁজতে গিয়ে পেলাম যেটা মনে
সেকুলারের ভূত চেপেছে সমাজ দর্শনে
ধর্ম ছাড়া হতচ্ছাড়া জীবন যাপন নীতি
বিলাশ জীবন ছেড়ে তাই হলাম ধর্ম প্রীতি
২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল
২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধর্ম ছাড়া হতচ্ছাড়া জীবন যাপন নীতি
বিলাশ জীবন ছেড়ে তাই হলাম ধর্ম প্রীতি
২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১
এম এ কাশেম বলেছেন: ধর্মহীন মানুষ পশুর সমান।
কবিতার নীতি কথা ভীষন সঠিক।