নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী ভাড়া দিশেহারা নাকাল ভাড়াটিয়া
বছর ঘুরে না আসতেই বাড়ছে লাফাইয়া
জানুয়ারীতে বাড়ছে একবার জুনেও ঠিক তাই
কলিং বেলে আওয়াজ দিলে প্রাণটা যেতে চাই
আয় রোজগার ভাটার টানে দেখছেনা সরকার
তাদের কেবল মরি বাঁচি গদিটাই দরকার
ব্যাবসাপাতি যা ছিল তা হরতাল অবরোধে
লসের উপর ট্যাক্স আছে ব্যাংক বীমার সূদে
জানটা হাতে নিয়ে যারা যাচ্ছি অপিস পাড়া
কেঁদে কেটে যাচ্ছি হেটে দ্বিগুণ রিক্সা ভাড়া
এসব করে কোন মতে বছর হল শেষ
বাড়িওয়ালা দিল হানা আছেন নাকি বেশ!
কেউ দেখেনা কেউ ভাবেনা আমরা ভাড়াটিয়া
কেমন করে চলছে জীবন হামাগুড়ি দিয়া
ইচ্ছে করে গ্রামে গিয়ে হব নগর ছাড়া
লতা পাতা খাব তবু গুণবনা আর ভাড়া
(অন্য ব্লগে/অন্য চোখে)
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন খুব করে
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ...
মদ্যবিত্ত নাগরিকের এক চির সত্য উপাখ্যান
কেউ দেখেনা কেউ ভাবেনা আমরা ভাড়াটিয়া
কেমন করে চলছে জীবন হামাগুড়ি দিয়া
ইচ্ছে করে গ্রামে গিয়ে হব নগর ছাড়া
লতা পাতা খাব তবু গুণবনা আর ভাড়া
+++