নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাষার মাসে সবকিছু বাংলায় হতে হবে এমন বলাটা একটু বাড়াবাড়ি, কারন এমন করাটা আদৌ কি সম্ভব? এই মাসে অনুবাদ শিল্পকে উৎসাহ করা যেতে পারে, তাতে বাংলা আরো সমৃদ্ধ হবে, আর যদি বাংলা থেকে ইংরেজী তথা অন্য ভাষায় অনুবাদ হয় তাহলে বাংলা প্রচার আর প্রসার হবে, আমাদের আরো অনেক ভাষা আছে যাদের আমরা সংখ্যালঘু কিংবা উপজাতি বলি, পাহাড়ে, গাও গেরামে, তাদের বর্ণমালা আছে হারিয়ে যাবার পথে, এগুলো সংগ্রহ করতে পারি, চর্চা করতে পারি, আদান প্রদান হলে ভাষাই সমৃদ্ধ হবে, এতো গেল বলা কওয়ার বিষয়, চর্চা আরো গভীরে, ভাষার সাথে সম্পৃক্ত সংস্কৃতি, অন্যদের সংস্কৃতি চর্চা করতে করতে এটাকে আমরা বাংলার মধ্যেই ঢুকিয়ে ফেলেছি, এটা দোষের কিছু নয়, এটা করতে হয়, এটা স্বাভাবিকতা, কেদারা বলিনা আমরা, চেয়ার বলি, চেয়ারটাই এখন স্বাভাবিক, অপিসে লুংগি পড়িনা, প্যান্ট শার্ট স্বাভাবিক, কথাগুলো বললাম এ কারনে, ভাষার মাস বাংলা বলে আমরা যেন গর্তে ঢুকে না যায়, আমাদের দৃষ্টি যেন পৃথিবী ছাড়িয়ে যায়, হোক অন্যের সংস্কৃতি, যদি মংগল জনক হয় আর স্বাভাবিকতা অর্জন করে তাহলে আমরা কি স্বাগতম জানাবনা? তাহলেতো থমকে যাবে সমাজ সংস্কৃতি সভ্যতা........................
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১২
বাকপ্রবাস বলেছেন: জ্বি এটা খুব দরকার, এটা করলে উপজাতিরাও আমাদের সাথে আরে ভালো করে গ্রহণ করবে আমাদের উপর আস্থা আসবে তারাও গর্ব বোধ করবে
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪০
শাহ আজিজ বলেছেন: বিচারপতি হাবিবুর রহমান এইরকম বিষয়ের উপর বই লিখেছেন । ওটাকে অনুসরন করলে অনেক তথ্য পাওয়া যাবে ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধাভাজন আপনার মুল্যবান তথ্য আর মন্তব্যের জন্য
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫
সুমন কর বলেছেন: ভাল বলেছেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১
হতাশ নািবক বলেছেন: সহমত দেশীয় অনেক ভাষা আছে যেগুলো হারিয়ে যেতে বসেছে, আমাদের উচিৎ সেগুলো সংগ্রহ করে, সবার মাঝে ছড়িয়ে দেওয়া।