নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

কোম্পানী গীত

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮





বোনাস তো হলো এবার, ইনক্রিম্যান্ট কেন হ'লনা

কেউ জানে অনেক কিছু, কেউ আবার কিছুই জানেনা,

কেউ পেল তিনশ করে, কেউ আবার তিন হাজার

কেউ নাচে মহা খুশী, কেউ আছে খুব বেজার।



আমাদের কোম্পানী ধরনটা এমনই কিছুর করার নাই

যদি না লাগে ভাল অন্য কোথাও চল বলে দাও বাই বাই



জ্বি স্যার জ্বি স্যার, বলে যারা তোলপাড়, খোলে আবার তাদের বরাত

তারাইতো ধরে ধরে, গর্দান চেপে ধরে, চালিয়ে দেয় করাত,

কে পাকাল জোট, কার ছুটেছে মুখ, বেড়েছে কার বাড়ন্ত

চুপি চুপি কানে কানে, চলে যাবে উজানে, থাকবেনা ঝুলন্ত।



আমাদের কোম্পানী ধরনটা এমনই কিছুর করার নাই

যদি না লাগে ভাল অন্য কোথাও চল বলে দাও বাই বাই



ঘুম ঘুম মাস পার, অপরাধ নাই তার, হবেনা কিছু

ওভারটাইম ঘুরে ফিরে, হন্য হয়ে ছুটবে তার পিছু

পান থেকে চুন খসলেই খুন, ধমকের উপর চলবে ধমক

বছরটা ঘুরে এলে অভিমান ঝেড়ে ফেলে, থাকবেনা তবু চমক



আমাদের কোম্পানী ধরনটা এমনই কিছুর করার নাই

যদি না লাগে ভাল অন্য কোথাও চল বলে দাও বাই বাই



ডিমোশান এর ভয় নাই, প্রমোশান তাও নাই, যে যেখানে ফিক্সড

পজিশান এর নাম নাই, নামি দিয়ে কাম নাই, কাজের ধরন মিক্সড,

এই আছো হ্যাড অপিস, এই আবার ষ্টোরে, যখন যেখানে পোষ্টিং

চোখ বুজে মেনে নাও, রাগ যদি থাকে তাও, চলবেনা বার্গেনিং।



আমাদের কোম্পানী ধরনটা এমনই কিছুর করার নাই

যদি না লাগে ভাল অন্য কোথাও চল বলে দাও বাই বাই



আছে ঘর সংসার, কোথায় যাব আর, এভাবেই চলছে চলুক

সবকিছু ভুলে থেকে, কবিতা দিলাম লিখে, পড়ছে লোকে পড়ুক,

সবকিছু ছাড়া যায়, কম্প্রোমাইজ করা যায়, কবিতা ছাড়া যাবেনা

চাকরীটা থাক যাক, খেতে পারি ঘুরপাক, মিথ্যে তো আর বলছিনা



আমাদের কোম্পানী ধরনটা এমনই কিছুর করার নাই

যদি না লাগে ভাল অন্য কোথাও চল বলে দাও বাই বাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.