নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

একমুঠো রোদ্দুরের গান

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১





বেড়েছে নাকি শিষা বাতাসে আজ তোমার মুখটা ফেকাসে

আজ তুমি হাসতে গিয়ে পারছনা হাসতে অনায়াসে

বলবে নাকি খুলে আমাকে আজ তোমার হয়েছে টা কি

হয়তো আমার কিছুই করার নেই তবুও শুনতে যে চাইছি



উ…মামা তুমি গোমড়া মুখে থেকনা আমার ভাল লাগেনা

উ…মামা তুমি মুখ ফেকাসে থেকনা দেখতে ভাল দেখায়না



কেন তুমি হাসনা মন খুলে কিসের এতো অভিমান তোমার

নিত্যদিনের ঝুট ঝামেলা সেতো যাবেনা কোথাও জায়গা নেই যাবার

তবুও হাসতে তোমার হবেই ভাসতে হবে ভালো মনের আলো জ্বালো

মুছতে হবে পৃথিবীর নোংরা আর ময়লা যত দুমড়ে মুছড়ে উপড়ে ফেলো



উ…মামা তুমি গোমড়া মুখে থেকনা আমার ভাল লাগেনা

উ…মামা তুমি মুখ ফেকাসে থেকনা দেখতে ভাল দেখায়না



জানলা খুলে দেখ তুমি ডাকছে তোমায় সুন্দর পৃথিবী

দেখ ফুল পাহাড় নদী তোমার জন্য গাইছে বনের পাখি

তোমার চোখে স্বপ্ন দেখে ঘর ছাড়ার দু:খ ভুলে আছি

জীবনতো এমনই মনের চোখে দেখতে হয় যেমন কানামাছি



উ…মামা তুমি গোমড়া মুখে থেকনা আমার ভাল লাগেনা

উ…মামা তুমি মুখ ফেকাসে থেকনা দেখতে ভাল দেখায়না





(উমামা আমার মেয়ের নাম, ছবিটা হাতে পেয়ে মনে হল মুখটা ফেকাসে সেই সূত্রে লিখা)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

শাবা বলেছেন: সুন্দর কবিতা। উমামার মুখ আনন্দে ভরে উঠুক।
আমার ব্লগে আমন্ত্রণ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ আপনাকে, সকালে রোদে ঘুরে আসলাম কিছুক্ষণের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.