নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যেবার প্রথম গিয়েছিলাম রাজধানীতে
তখন আমি ছাত্র ছিলাম
একদিন হাটতে হাটতে মতিঝিল মোড়ে
রাস্তার পাশে দেখলাম লাল নীল হরেক রঙ্গের সুতো
যেগুলো দিয়ে সোযেটার বানানো চলে
মনে পড়ে গেল আমার বড় আপার কথা
আমাদের মাপ নিয়ে নিয়ে সোযেটার বানাতেন
বড় আপার বিয়ে হয়ে গেছে
এখন আর সোযেটার বানাতে হয়না
মার্কেটেই পাওয়া যায় সব, হয়তো আরো সুন্দর
যেখানে শীত ঢুকতে পারেনা কোনভাবে ফাকফোকরে
তবুও আমি সুতোগুলো কিনলাম ছোট আপুকে দেব বলে
তখন আমার কোন বান্ধবী বা প্রেমিকা ছিলনা
থাকলে হয়তো সুতোগুলো পড়তনা চোখে
অন্যকিছু দেখতাম অন্যভাবে, আর
আমি যখন প্রথম মাইনে পেলাম মাসের শেষে
শাড়ী কিনলাম একটা মা'র জন্য, ধবধবে সাদা ছিল ওটা
খুব তৃপ্তি পেয়েছিলাম সেদিন, আর আমি তখন
অবিবাহিত ছিলাম, অন্যথা হলে শাড়ীটা লাল হয়ে যেতে পারতো
এভাবে আমরা আমাদের চিন্তাগুলো কিংবা নিত্য দিনের বলা কওয়া চলা
সবই আপেক্ষিক হয়ে কেমন যেন ধূয়াসা হয়ে যায় নিমিষেই নিজের কাছে
©somewhere in net ltd.