নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

গোপন কথাটা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯

গোপন কথাটা আর রইলনা গোপনে, ডায়রী লিখার ব্যাপারটার কথা বলছিলাম, কানে কানে কানাকানি হতে হতে সেটা গড়াল উমামা পর্যন্ত, প্রশ্নটা করেই বসল, প্রথমে বলল "আব্বু তুমি মিথ্যুক একটা,"

কেন মা মনি এটা বলছ কেন?

"তার আগে বল তুমি বলনি পৃথিবীতে সবচাইতে বেশী ভালবাস আমাকে, এটা বলনি? বল বল বল...."

হুম বলেছিতো, এখনো বলছি, আবারো বলব, প্রতিদিন বলব, সপ্তাহে বলব, মাসে বলব, বছরে বলব, যুগে বলব, যতদিন না তুমি অবাধ্য হবে আমার, আমাদের, প্রকৃতির, ধর্মের, আদর্শের, মানবতার............

" আচ্ছা মানলাম, তবে সবাই যে বলাবলি করছে তুমি ডায়রী লিখছ আম্মুর জন্য, তাহলেতো দেখছি আমার চাইতে আম্মুকে বেশী ভালবাস"

"তোমার সাথে আড়ি কথা নেই যাও"

ও তাই, আচ্ছা তোমার জন্যও লিখব, আগেও লিখেছি এখনও লিখব আগামীতেও লিখব, এই নাও তোমার ছড়া...........



নিজে করি / বাকপ্রবাস



আম খাব কেটে দাও

কলা খাব দাও ছিলে,

চিবুতে পারবনা ব্লান্ডারে ছেড়ে দাও

আমি শুধু টুক করে নেব গিলে।



খাবনা খাবনা আম কলা খাবনা

স্বাদহীন পানসে তৃপ্তি মিলছেনা।



ভাত খাব মেখে দাও

কাটাকুটা বেছে দাও,

পানিটা ঢেলে দাও

দেখি মুখে তুলে দাও।



খাবনা খাবনা মাছে ভাতে খাবনা

স্বাদহীন ভাত পানি খেযে মন ভরছেনা।



পেয়েছি পেয়েছি ইউরেকা পেয়েছি

স্বাদটা গেল কোথায় খুজেঁ এবার পেয়েছি

খেতে হবে নিজ হাতে চিবিযে নিজ দাতে

তবেইতো স্বাদটা ধরা দেবে নিজে যাচি।



দাও দাও আরো দাও না খেয়ে ছাড়ছিনা

আজ একটু বেশী খেলে মরেতো আর যাচ্ছিনা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬

গোলাপ বলেছেন: কী মিষ্টি :)
অনেক আদর বাবুটার জন্যে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

বাকপ্রবাস বলেছেন: আপনাকে গোলাপিয় শুভেচ্ছা এবং ধন্যবাদ

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে! বাবুটার জন্য দো'আ রইলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

বাকপ্রবাস বলেছেন: আমীন, ধন্যবাদ জানবেন দেশ প্রেমিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.