নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

হিজাবের পরসে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮



মিস কল সারা দিন

আহা কি যন্ত্রণা

আমি তো মানুষ ভাই

দুপায়ী জন্তু না।



আজে বাজে কত কথা

কলেজে যেতে রোজ

অভিনয় করে বলে, প্রেম

চাই এক ডোজ।



মনে মনে বলি খোদা

তুমি কেন শোননা

আমি যা দেখি রোজ

তুমি কেন দেখনা।



উপায় টা খুঁজি রোজ

কিছুই তো মেলেনা

উপায় আছে খুব কাছে

হেসে বলে পরমা।



হিজাব টা করে দেখ

বুদ্ধিটা দিল সে

বুঝি নাই কি জাদু

হিজাব এর পরসে।



এখন রোজ সালাম দেয়

বলে দেখ আপুটা

ঘরে ঘরে থাকে যদি

বদলে যাবে সমাজটা।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আবারও আপনার মেয়ের জন্য দো'আ রইল।










ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

বাকপ্রবাস বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন যেন আমাদের মা বোনরা যাতে হিজাবের মধ্যে থেকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারে

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

পাঠক১৯৭১ বলেছেন: তা'হলে আল্লাহের সাথে কথা হয়েছে? উনি বলেছেন হিজাব পরতে? এগলো বালাছাল, আসলে পারসোনিলিটি থাকতে হবে, তখন সবাই সমীহ করবে।

বাচ্ছার ছবি সরায়ে ফেলেন, বাচ্ছাটা স্বাভাবিক জীবন পাক, সে আরবে বড় হচ্ছে না, বড় হচ্ছে বাংলায়।

আপনি নিজে গুহা মানব, আফগানী মগজ!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনাদের সংগ্রাম আলোর মুখ পাক সেই আশা করি, গুহা কোথাও থাক উচিত নয়, সংগ্রাম চালিয়ে যান একদিন আশা করি সফল হবেন...................

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ পদ্য

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

বাকপ্রবাস বলেছেন: হাউকাউ ধন্যবাদ

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

বেকার সব ০০৭ বলেছেন: বাকপ্রবাস ভাই আপনার মেয়ের জন্য দোয়া রইল। আল্লাহ তাকে যেন সবসময় ভাল রাখে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

বাকপ্রবাস বলেছেন: পাঠক১৯৭১ এর কমেন্ট পড়ে ভ্যাবাছেকা খাবার জোগাড়, একটা শিশু কিভাবে বেড়ে উঠবে তার বিচার যদি প্যারেন্টস না বুঝে তাহলে সমস্যা অবশ্যই থেকে যাচ্ছে, জটিল একটা বিষয়, আমার মেয়েকে আমার এক রিলেটিভ একটা সেলোয়ার কামিজ গিফ্ট করেছে, যেটা সাধারণত বড়রা পড়ে, বাট তার কাছে এটা এতো ভাল লেগেছে যে, সেটা ছেড়ার অবস্থা কিন্তু ওটাই পড়বে, এইযে এতটা শিশু তাকে যে পরিবেশ দেয়া হবে সেটা সে গ্রহণ করবে, প্যারেন্টস যেটা ভাল মনে করবে সেটা সে শিশুকে শেখাবে, এই শেখার মধ্যে নেই কোন রাষ্ট্রদ্রোহীতার ব্যাপার বা অন্যকে হেয় করার ব্যাপার , এসব থাকলে অবশ্যই বাধার প্রশ্ন আসবে, শিশু যখন বড় হবে তখন সে নিজেই নিজেরটা বুঝবে, সে নিজের মতো চলবে, এখানে দ্বিমত নেই, কিন্তু একাত্তুর চাইছে শিশুটি আজকেই যেন পরিপক্ক হয়ে গেছে তাকে আজকেই তার চয়েসটা দিতে হবে, ধরে নিলাম আমি বা আমরা গর্তের প্রাণী কিন্তু যে স্বেচ্ছায় গর্তে আছে তাকে টেনে তুলতে হলেতো বুঝাতে হবে, ধমক দিলে সেতো আরো ভেতরে যাবে, এই বোধটা না থাকলে বিপরীত মুখী দুরুত্ব বাড়বে বই কমবে বলে মনে হয়না,
সরি আপনাকে বিরক্ত করার জন্য, অনেক অনেক শুকরিয়া আপানার কমেন্ট এর জন্য, আল্লাহ আপনার দোয়া কবুল করুন

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮

বেকার সব ০০৭ বলেছেন: @পাঠক১৯৭১@ অযথা বাজে কথা বলার মানে কি? আর আপনাকে প্রায় পোস্টে বাজে বাজে মন্তব্য করতে দেখা যায়। যা কিছু বলবেন যুক্তি দিয়ে বলবেন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

বাকপ্রবাস বলেছেন: সত্যিকার অর্থে আমি নেগেটিভলি খুব একট নিইনি ব্যাপারটা, আমি ওনাকে জানতামনা এখন ওনার ব্লগ ঘুরে আসলাম, অন্য অনেকের চাই ভাল এবং জ্ঞানীও বটে, তবুও অনেকে ফিক্সড থাকে কিছু ব্যাপারে, আমরা যেমন ধর্মের ব্যাপারে ফিক্সড, ভাল মন্দ যাই হোক ধর্মকে অবান্তর বলা যাবেনা, ঠিক তেমনি যারা ধর্ম মানেনা তারাও ফিক্সড হয়ে যেতে পারেন তার নমুনা এটা, বস্তুবাদটাই তখন ধর্মের ভূমিকায় চলে আসে, সেই ঘোরের তালে পড়ে সেকুলারও ধর্ম হয়ে যায় অনেক সময়, আমার কাছে পৃথিবীটা আপাত সত্য, আমি হিজাব করি আর না করি বিষয়টা ক্ষনিকের এবং পুরো সত্য নয়, আমার কাছে জীবন মানেও আপাত সত্য, আমি যা দেখছি শুনছি বলছি করছি সবই আপাত সত্য, ধর্ম মানলে পরকালটাই পুরো সত্য আর না মানলে সত্য বলতে কিছুই নেই অন্তত আমার কাছে, তাই আপাত সত্য নিয়ে যুদ্ধ করতে আমি ইচ্ছুক নই, আবারো ধন্যবাদ আপনাকে

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২

মদন বলেছেন: +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন +++++++++++

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৭

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: @পাঠক১৯৭১ হিট হইবার চায়......আপনারটা সহ আরেকটি পোস্টে তার মন্তব্য দেখে মনে হলো তিনার ইসলাম নামক চুলকানি আছে ... ইসলাম বিদ্বেষী হওয়া মানেই রাতারাতি হিট হওয়া...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮

বাকপ্রবাস বলেছেন: চুলার উপর দাঁড়ালে কাজ হতে পারে হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.