নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- গ\'তে গরু এবং গন্ডগোল

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮



ভারত আবার এক হয়ে যাক
আমরা সবাই রাজি
সেই খুশিতে তিনটা গরু
কোরবানী হোক আজই।

দিল্লী কহে রাম রাম রাম
থামরে তোরা থাম
গো কেন? পাঠা আছে
যদি খেতে চান।

নেহি নেহি রবে
লাগলো সরগোল
পাকিস্তানের এক কথা
চাই গরুর ঝোল।

বাংলা কহে বাহে
থাক আলাদা
কে বলেছে এক হতে
কোন হারামজাদা!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

দিশেহারা আমি বলেছেন: বাংলা কহে বাহে
থাক আলাদা
কে বলেছে এক হতে
কোন হারামজাদা!!
=p~
ভালো লাগলো।


আপনার বাবুটার (মেয়ের) বয়স কত?

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

বাকপ্রবাস বলেছেন: উমায়রা ৩.৫ মাস

উমামা ৫ বছার

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: ভারত বাংলা এক হলে পর
কোন অসুবিধা নাই
পৃথিবীটাই এক হয়ে যাক
আমিও এটা চাই।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

বাকপ্রবাস বলেছেন: এমনিতে সত্যিকার অর্থে এক হতে না পারলেও যদি সবাই মিলে মিশে থাকা যায়, কোন আধিপত্য না করে ভারত যদি অভিভাবক হিসেবে নেতৃত্বও দেয় তাহলে দক্ষিণ এশিয়া খুব সহজেই অনেকদূর এগিয়ে যাবে, যদিও তা স্বপ্নবিলাস

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

রক্তিম দিগন্ত বলেছেন: মোটামুটি লাগলো। ছড়া হিসেবে প্রামাণিক ভাইয়ের লেখা পড়তে পড়তে অন্য ছড়াগুলোকে কেমন যেন কম কম লাগে। :( মনে দুক্ষ নিয়েন না আবার। :(

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

বাকপ্রবাস বলেছেন: আরে না, আমি মন চায় তাই লিখি, আমি জানি এবং বুঝি আমার লিখাগুলো ছড়া হয়ে উঠেনা, সেই বোধ আছে আমার কাছে, কোনটা ছড়া কোনটা ছড়া নয় সেটাও বুঝি কম বেশী, আমারগুলো ছড়ার মতো হতে পারে বাট ছড়া না, বড়জোর বলাচলে ছড়া লিখার চেষ্টা। হাতেগোনা দুই তিনটা হয়তো ছড়া হয়ে যেতে পারে, সুতরাং আপনার কথায় কিছু মনে করার মতো নেই, আমাকে অনেকেই বলেছেন একটু সিরিয়াস হয়ে লিখার জন্য, আসলে ভেতরে না থাকলে হয়না, তাই চেষ্টাও করা হয়না ছড়া লিখার, যেটা হয় সেটা হল ফান আর মন খেয়ালে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.