নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীম পাতায় রোদের মায়া বাতাসে ফুল দোলে
উঠানে ছড়ায়ে ধান গুনগুনিয়ে গায় গান
বন্ধুর বাড়ী ওপারে শঙ্খ নদীর কুলে।
নদীর পানি কলকল নৌকার পাল তুলে
মুখে দিয়ে মিষ্টি পান মাঝি গায় বন্ধুর গান
আলতা স্নো লাল ফিতা বাঁধবা নাকি চুলে।
নারিকেলের পাতায় পাতায় বাবুই বাসা ঝুলে
ঠোটে আনিয়া খড় বাঁধে আপন ঘর
বেনারশি শাড়ী ব্লাউজ যতনে রাখি তুলে।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন বড়ভাই
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭
কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন