নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুটবল গেছে ব্যকফুটে ক্রিকেটের জোয়ারে
সরকার যখন মারকুটে সুশীলরা খোয়াড়ে।
খাজনা দেবনা চিরকুটে গায় জোর গলায় গান
আগ্রাসনে বারবার ফোসেছে এই বাংলার প্রাণ।
বায়ান্নতে যায়নি করা প্যাকেট বন্দি
সালাম রফিকদের রক্ত রুখে দিয়েছে ফন্দি।
একাত্তুরে আবার ফুটলো যখন কড়াই
এই বাংলা জানে জীবন বাজির লড়াই।
দু'হাজার পনেরোতে এসে বলবো কি আর
রক্তে কেনা স্বাধীনতায় নাই ভোটের অধীকার
লুংগিতে দিযেছি গীট আবার লাগুক রক্ত যতো
এই বাংলা প্রাণ দেবে তবু হবেনা পদানত।
১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন বড় ভাই
২| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩
গেম চেঞ্জার বলেছেন: সবল বাক্যে দুর্বল কথন
১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
বাকপ্রবাস বলেছেন: ভেতরে মাল নাই তাই এমনটা হয়, আমি কিন্তু সেটা জানি এবং বুঝি, ধন্যবাদ আপনাকে....
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩
চারু মান্নান বলেছেন: বাহ সুন্দর,,,,,,,,,,,,,,