নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- টুম্পা এবং কান্না

২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬



ঘুম থেকে উঠে টুম্পা কান্না দিল জুড়ে
তার নাকি খেলনাপাতি নিয়ে গেছে চোরে।
দিয়ে গেছে এইযে দেখ পুতুল ঘোড়া হাতি
খোয়া যায়নি কোন কিছুই আসবাব কিংবা ছাতি।
টুম্পার আবার কন্না শুরু কারন নেই জানা
স্নিগ্ধা নাকি বলল তাকে এক চোখা কানা
আচ্ছা তবে বকে দেব বলে যদি আবার
বিছানাটা ছাড়ো এবার আছে মজার খাবার।

আবার ছাড়ে কান্নার সুর কে ঢেলেছে পানি?
ভেজা কেন জামার নিচে ঘুমিয়ে ছিলাম আমি।
তাই নাকি দেখি দেখি দেখ দেখি কান্ড
কে করেছে এমন কাজ অকাল কুস্মান্ড!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

মনিরুজ্জামান জীবন @ বলেছেন: অসাধারণ ভাবনাময় লেখা।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন মনিরুজ্জামান জীবন ভাই

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

কল্লোল পথিক বলেছেন: ভাল লিখেছেন।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বড় ভাই

৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

মজার ছড়া। ভালো লেগেছে। +

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন দিশেহারা রাজপুত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.