নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- প্রশ্ন হাজার

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১


ঘুমের আগে টুম্পামনির
পশ্ন হাজার হাজার
প্রজারা সব খেটে মরে
রাজ্য কেন রাজার!

খেতে পায়না কতো লোকে
ঘুমায় ফুটপাথে
রাজা কেন ফূর্তি করে
থাকে রানীর সাথে!


কতো কলি ঝরে পড়ে
ফুল ফোটার মুখে
কতো শিশু স্কুল ছেড়ে
কারখানাতে ছুটে।

রাজার ছেলে রাজার মেয়ে
থাকেনা কেউ দেশে
কার টাকায় মাস্তি করে
কাটায় জীবন হেসে।


এমন হাজার প্রশ্ন রোজ
টুম্পামনির জাগে
মায়ের কাছে বাবার কাছে
ঘুমাতে যাবার আগে।

[বি.দ্র. ছবির টুম্পামনি ব্লগার মেরাজ ভাই এর কন্যার, অনুমতি স্বাপেক্ষে ব্যাবহার করা হলো]

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭

আবু শাকিল বলেছেন: শুধু টুম্পামনি কেন।সবার একি প্রশ্ন জাগে-

"রাজার ছেলে রাজার মেয়ে
থাকেনা কেউ দেশে
কার টাকায় মাস্তি করে
কাটায় জীবন হেসে।

এমন হাজার প্রশ্ন রোজ
টুম্পামনির জাগে
মায়ের কাছে বাবার কাছে
ঘুমাতে যাবার আগে"

ছড়ায় মনের কথা লিখবার জন্য ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৬

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন আবু শাকিল ভাই

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

কল্লোল পথিক বলেছেন: রাজার ছেলে রাজার মেয়ে
থাকেনা কেউ দেশে
কার টাকায় মাস্তি করে
কাটায় জীবন হেসে

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৫

বাকপ্রবাস বলেছেন: ও দাদা অনেক অনেক ধন্যবাদ জানবেন

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

শুভ্র বিকেল বলেছেন:
এমন হাজার প্রশ্ন রোজ
টুম্পামনির জাগে
মায়ের কাছে বাবার কাছে
ঘুমাতে যাবার আগে।

সত্য কথন।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২১

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন শুভ্র বিকেল

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

মোঃ আলামিন বলেছেন: আমার ডেন্টালে পড়া ছোট বোন বলেছিল ," সব সময় সত্যি কথা বলতে নেই । " আর আমি আপনাকে বলি ," এভাবে সত্যি কথা বলতে নেই । "

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২০

বাকপ্রবাস বলেছেন: ভয় ভয় ভয়
কখন কিযে হয়!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.