| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
বোশাখের মেলাতে  
বউ পাওয়া যায়
টুকটুকে লাল টিপ কপালে
লাজুক লাজুক চায়। 
চাবি দিলে ঘুমটা খুলে
ডাকে ইশারায়।।
ছলাত ছলাত নাচে বউ
কাছে এসে ধায়
মিষ্টি মিষ্টি হাসি দিয়ে
এদিক সেদিক চায়। 
চাবি দিলে ঘুমটা খুলে
ডাকে ইশারায়।।
বউ আবার গায় গান 
দেবরের ধরে কান
জর্দায় খায় পান
হেলেদুলে যায়।
চাবি দিলে ঘুমটা খুলে
ডাকে ইশারায়।।
 
২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ২:২৮
বাকপ্রবাস বলেছেন: দেবরও কম যায়না
দুষ্টুমির পলোয়ান
২| 
২৬ শে জানুয়ারি, ২০১৬  রাত ৮:৪৯
শুভ্র বিকেল বলেছেন: বহু নিয়ে দারুণ গান।
 
২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ২:৩০
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন শুভ্র বিকেল
৩| 
২৬ শে জানুয়ারি, ২০১৬  রাত ৮:৫৬
প্রামানিক বলেছেন: চমৎকার লাগল। ধন্যবাদ
 
২৭ শে জানুয়ারি, ২০১৬  রাত ২:৩১
বাকপ্রবাস বলেছেন: প্রামিনিক ভাই ধন্যবাদ জানায়
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৪১
সাইফুল১৩৪০৫ বলেছেন: বউ আবার গায় গান
দেবরের ধরে কান