| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
সাত সকালে রবির কিরণ শিশির বিন্দুর খেলা
যতই দেখছি মুগ্ধ হচ্ছি আজকে সকাল বেলা।
দোয়েল পাখী শীষ দিয়ে যায় কিযে মধুর লাগে
মনের মধ্যে অন্য রকম শিহরণ এক জাগে।
গাইছে মাঝি মাঝ দরীয়ায় দাড় টেনে টেনে
নদীর এপার নাইছে বধূ বুক পানিতে নেমে। 
ঝিঝি পোকার আলোয় চড়ে সন্ধ্যা নেমে আসে
দিঘীর জলে পদ্ম পাতায় চন্দ্র কিরণ হাসে। 
তেতুল গাছের ডালে বসে একটা পেঁচা ভাবে
আড়াআড়ি বিলের মাঝে পথিক কোথায় যাবে?
বাড়ীর পাশে ঝোপ জঙ্গলে টুনটুনিটা নাচে
কাঁঠবিড়ালী তাড়া খেয়ে উঠে আবার গাছে। 
ফুলগুলো সব চোখ জুড়ানো ডালে লতাপাতায়
সময় পেলে ঘুরে এসো টুম্পার ড্রয়িং খাতায়।
 
২৮ শে জানুয়ারি, ২০১৬  রাত ৮:২২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন পথিকদা
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:০৬
কল্লোল পথিক বলেছেন: ঝিঝি পোকার আলোয় চড়ে সন্ধ্যা নেমে আসে
দিঘীর জলে পদ্ম পাতায় চন্দ্র কিরণ হাসে।
চমৎকার।শুভ কামনা জানবেন।