নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখে দাও কাজল
নাকে নাকফুল
কপালে টিপ দাও
ছেড়ে দাও চুল।
উর্ণাটা মাথায় আর
টেনে দাও বুকে
পেন্সিল রংটা
থাক চিবুকে।
হাতে দাও চুরি
পায়ে দাও নুপুর
উঠোনে ধান দাও
সময়টা দুপুর।
চালে চড়ুই দাও
আর দাও কাক
দরজার একপাশে
বিড়ালটা থাক।
টুম্পার ড্রয়িং খাতায়
প্রকৃতি আর নারী
জীবন্ত হয়ে উঠে
রং তুলি ছাড়ি।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ এম এ কাশেম ভাই
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
কল্লোল পথিক বলেছেন: সুন্দর কবিতা।
শুভ কামনা জানবেন।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবদা পথিকদা
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
এম এ কাশেম বলেছেন: চমৎকার কবি।