নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- ভয়!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

কাজটা সারার পর এমন আরাম বোধ আর কি আছে দুনিয়াতে! আহা কি শান্তি। অপিষ টেবিলে জমে আছে রাজ্যের কাজ।এসে বসতেই চোখে ভেসে উঠল ছবিটা। পানিতে ভাসমান জাহাজ! পিয়ন কাম ক্লিনার বর্তমানের চিল্লানিতে দুনিয়া তোলপাড় করবে এখন। কি ভয়ংকর পরিস্থিতি অপেক্ষা করছে কপালে কে জানে! উঠেই ভৌঁ দৌড়। সবাই দেখলো বিদ্যুৎ গতিতে কি যেন ছুটে গেছে ল্যাভেটরির দিকে। ফ্ল্যাশ করতে গিয়ে দেখে জাহাজ তলিয়ে গেছে। শান্ত, স্থির, স্বচ্ছ পানি।তবে কি ফ্ল্যাশটা আগের বারেই করেছিল!
যাক বাবা বাঁচা গেল। ভাবতে ভাবতে আবার চেয়ারে এসে বসলেন আমিন সাহেব। বর্তমান এসে না চাইতেই চা দিয়ে গেল। মুখে তার চাপা হাসি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

আরণ্যক রাখাল বলেছেন: ঘোরলাগা প্রলাপ, পড়তে ভাল লেগেছে যদিও খুব একটা বুঝিনি :(

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

বাকপ্রবাস বলেছেন: টয়লেটে ফ্ল্যাশ না করে আসা এবং মান সম্মান যাবার ভয় এবং বর্তমানকে ভুল বোঝার ব্যাপার, বর্তমান নিজে ফ্ল্যাস করে যখন দেখল আমি সাহেব অস্থিরতায় আছেন তখন তার জন্য চা বানিয়ে নিয়ে আসলেন। আমিন সাহেবের কাছে বর্তমানের নতুন একটা পরিচয় পাওয়া গেল, যেটা আগে শুধু ভয়ের মূর্তি ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.