| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
নাদুস নুদুস ইঁদুর ছানা
মিটিমিটি চোখ
বিড়াল ভাবে আজ খাবনা 
একটু বড় হোক।  
ছুটোছুটি ইঁদুর ছানা
এদিক সেদিক ছোটে
বিড়াল ভাবে খুব শেয়ানা
ধরা যায়না মোটে। 
কাটাকুটি ইঁদুর ছানা
লেপ তোষকের ভাজ 
বিড়াল নাড়ায় লেজখানা
ঘাড় মটকাবে আজ। 
খুনসুটি ইঁদুর ছানা
বোকা বিড়াল ভাই
ধরতে আমায় নেইতো মানা
বুদ্ধি থাকা চাই।
 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ পথিকদা
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৫৪
কল্লোল পথিক বলেছেন: কাটাকুটি ইঁদুর ছানা
লেপ তোষকের ভাজ
বিড়াল নাড়ায় লেজখানা
ঘাড় মটকাবে আজ।
বাহ!চমৎকার হয়েছে।