| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
টুম্পা নামের ছোট্ট খুকী
ইস্কুলেতে যায়
স্বপ্ন যে তার মানুষ হবে
ছোট্ট জীবনটায়। 
পড়ালিখা করে সবাই
মানুষ হচ্ছে কই?
টুম্পামনি ভাবতে বসে
কেমনে মানুষ হই! 
যুদ্ধ বিমান মারনাস্ত্র
মানবতার ক্ষয়
করে যারা মূর্খতো নয়
বিজ্ঞানী নিশ্চয়।  
তাইতো টুম্পা মানুষ হবে
সেই শিক্ষার পরে
যে শিক্ষাতে নিজের জীবন
কাটবে পরের তরে।
 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৫
বাকপ্রবাস বলেছেন: অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন বড় ভাই
২| 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৫২
কল্লোল পথিক বলেছেন: পড়ালিখা করে সবাই
মানুষ হচ্ছে কই?
টুম্পামনি ভাবতে বসে
কেমনে মানুষ হই!  
চমৎকার।
 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৫
বাকপ্রবাস বলেছেন: পথিকদা, অনেক অনেক শুভেচ্ছা জানবেন
৩| 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
 টুম্পা মনি বড় হও 
থাকো সদা উচ্ছল , 
মা বাবার সাথে কর 
আমাদের মুখও উজ্জ্বল !!! 
 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৯
বাকপ্রবাস বলেছেন: গুরুজনের দোয়ায়
মানব সেবায় ব্রতি হয়ে
অন্যায়ে মাথা যেন না নোয়ায়
৪| 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !!
 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:২৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন সুমনদা
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৩২
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার।