নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু ঝাল টক
কিছু বকবক।
লিখি আমি ছড়া
মিষ্টি কিছু কড়া।
রীতা মিতা গীতা
কিছু ছড়া তিতা
কিছুর নাই স্বাদ
সীতার অপবাদ।
কিছু ছড়ার তাল
আছে গোলমাল
কিছু ছড়ায় হুল
কিছু বানান ভুল।
আছে কিছু ভালো
কিছু ভালো তালও
কিছু ছড়া ভাবায়
কাঁদায় আবার হাসায়।
আছে ভয়ভীতি
কিছু রাজনীতি
যদি কিছু হয়!
ছড়ায় আছে ভয়।
কিছু ছড়া সবার
কিছু শুধু আমার।
কিছু তাই খাতায়
কিছু শুধু মাথায়।
ছড়া আমার ঘুম
ছড়াতে পাই উম
ছড়াতেই তাই থাকি
করে মাখামাখি।
দিবানিশী তাই
ছড়ায় মজা পাই
উঠতে বসতে রোজ
চলে ছড়ার খোঁজ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন ভাইযান
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২
কল্লোল পথিক বলেছেন: দিবানিশী তাই
ছড়ায় মজা পাই
উঠতে বসতে রোজ
চলে ছড়ার খোঁজ।
চমৎকার ছড়া।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন পথিকদা
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
এম.এইচ.সজিব বলেছেন: অনেক দিন পর আপনার আগমন মনে হয়!
ধন্যবাদ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৭
বাকপ্রবাস বলেছেন: তাই নাকি, মাঝখানে অবশ্য অনেকদিন ছিলামনা, খুব করে ধন্যবাদ রইল কিন্তু
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর।
চলুক ছড়ার ট্রেন
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন রাখালদা
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
মনস্বিনী বলেছেন: ছড়া দিয়েই হয় বুঝি সারা প্রতিদিনের ভোজ ?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১
বাকপ্রবাস বলেছেন: হুম আসলে যেন ঠিক তায়, পারি না পারি ২৪ঘন্টা মাথায় ঘুরপাক খায় কিছু একটা লিখতে হবে, খুব করে ধন্যবাদ নেবেন
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০
মাে:শরিফুল ইসলাম রাহাত বলেছেন: খুব সুন্দর ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবদা জানবেন রাহাত ভাই
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২
শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ ছড়া দিয়ে ছড়া।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন বিকেল
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
প্রামানিক বলেছেন: ঝাল টক অনেক মজার ছড়া। ধন্যবাদ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৩
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ রইল শ্রদ্ধেয় প্রামানিক ভাই
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
অগ্নি কল্লোল বলেছেন: শুভেচ্ছা রইল।।