নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- যাও পাখী বল তারে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯


নাই দেনা পাওনা
নাই কোন ঋণ
আছে তবু কিছু
তুলনাবিহীন।

নাই চাওয়া পাওয়া
নাই পিছুটান
আছে তবু কিছু
ফেলে আসা গান।


নাই যোগাযোগ
হয়না রোজ কথা
নিয়ম রক্ষা হয়না
মানা হয়না প্রথা।

ভালো কিংবা মন্দে
ছিলাম আছি দ্বন্দে
মিল ছিলনা তবু
যায়নি ভোলা কভূ।


আলো কিংবা আঁধার
নয়তো ধরে রাখার
হোক তবু রঙ্গীন
আজ তোমার শুভজন্মদিন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছড়া।ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাস জানবেন পথিকদা

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০

রাশেদুল বিজয় বলেছেন: চমৎকার!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন বিজয় ভাই

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

মনিরা সুলতানা বলেছেন: নাই চাওয়া পাওয়া
নাই পিছুটান
আছে তবু কিছু
ফেলে আসা গান।
বাহ দারুন :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

বাকপ্রবাস বলেছেন: আমার এক্স কলিগকে নিয়ে লিখা, ধন্যবাদ জানবেন আপু

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

শুভ্র বিকেল বলেছেন: দারুণ ছড়া।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৭

বাকপ্রবাস বলেছেন: বিকেলদা খুব করে ধন্যবাদ জানবেন

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর ! অনুকাব্য অনুকাব্য ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৯

বাকপ্রবাস বলেছেন: দাদা, খুব করে ধন্যবাদ রইল কিন্তু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.