নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখীর ঠোটে ঘাসফড়িং
চেষ্টা তবু বাঁচার
টুপুস করে গলায় পুরে
এটাই পাখীর আহার।
বাঘের মুখে হরিণ শাবক
শত চেষ্টা করে
পালাতে গিয়ে ঘাড় মটকে
আনল তবু ধরে।
বোয়াল মাছে করলে হা
পুটির উপায় আছে?
পরের জীবণ হরণ করেই
নিজের জীবন বাঁচে।
এটাই নিয়ম জীবন চক্রে
একে অন্যের খাবার
শত চেষ্টায় হয়না রক্ষা
নেইতো উপায় বাঁচার।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন অগ্নি কল্লোল
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
অগ্নি কল্লোল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
বাকপ্রবাস বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
অগ্নি কল্লোল বলেছেন: ++++