| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
একটা কাক কা কা
ডেকে যায় একা একা 
তারও কি লাগে ফাঁকা
একাকি জীবনটা
কোথায় গেল সঙ্গী তার
কেন তার হাহাকার
আসবে কি আসবেনা আর
হবে নাকি আবার মিলনটা।
যায় যায় চলে যায়
মিরুরা চলে যায়
অন্য কোথাও আবার হায়! 
জুড়িয়ে যায় নতুন প্রেম
না না হচ্ছেনা
এভাবে চলছেনা
কারো চোখে পড়ছেনা
একা পুড়ে মরছে শ্যাম।
থাক থাক একা থাক
কাক তুই একা থাক
নেবেনা আর জীবনের বাঁক
নিয়ে থাক প্রেমিক মনটা
যাক যাক চলে যাক
ঝাকে ঝাকে চলে যাক
চলে গিয়ে ভালো থাক
হোক তায় হবার যেমনটা। 
একটা কাক ডাকতে থাক
ডাকতে থাক একটা কাক
কা কা কাক কাক
তুলো দিক কানে সবার
যা যা ডেকে যা
একা একা থেকে যা
এভাবেই চলে যা
তাই হোক যা হবার।
 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫১
বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পথিকদা
২| 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:১৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ ছন্দ। 
প্রথম প্লাস।
 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানেবন শঙ্কুদা
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪৭
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার ছড়া।
শুভ কামনা ছড়াকার।