| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
আমরাযে রোজ 
খেলতে যাই মাঠে
মাঠের উপর সবুজ ঘাস
চাদর বিছিয়ে রাখে।
গাছের যেমন প্রাণ আছে
ঘাসেরেতো আছে
টুম্পামনি প্রশ্ন ছুড়ে
তার বাবার কাছে।
ঘাসের উপর আমরা সবাই
খেলি মাড়িয়ে
কষ্টকি হয়না যখন
থাকি দাঁড়িয়ে?
ঘাসকি তবে কান্না করে
ধরে সারা রাত?
ঘাসের কান্না শিশির হয়ে
হয় কি সুপ্রভাত!
 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:২০
বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন মাহবুবুল আজাদ ভাই
২| 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:১১
কল্লোল পথিক বলেছেন: গাছের যেমন প্রাণ আছে
ঘাসেরেতো আছে
টুম্পামনি প্রশ্ন ছুড়ে
তার বাবার কাছে। 
চমৎকার ছড়া।
 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:২১
বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কল্লোলদা
৩| 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:১৩
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ
 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:২১
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন বড়ভাই
৪| 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৫৬
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।
 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:০৫
বাকপ্রবাস বলেছেন: অ...................নেক ধন্যবাজ জানবেন অগ্নি কল্লোল
৫| 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৫
অাল-ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।
 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৪১
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন অাল-ইসলাম ভাই
৬| 
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৫
মিহির মিহির বলেছেন: অদ্ভুত সুন্দর ছড়া।।
অনেক অনেক শুভকামনা।
৭| 
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১১
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন মিহির মিহির
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:০৭
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই খুবই সুন্দর। একরাশ ভাল লাগা।