| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
পলাশ পলাশ রং লেগেছে মনে
বসন্ত আগমনে
কুহু কুহু ডাকছে ডালে কুকিল
উহু উহু দমকা হাওয়া মনে।
ধুলো ধুলো উড়ছে মেঠো পথে
শুকনো পাতায় বাজে উথাল সুর
কল কলিয়ে নদী বয়ে যায়
মন বলেছে যাবে অচিনপুর।  
ঝুমুর ঝুমুর বাজে নুপুর পায়ে 
লাগল আগুন ষোড়ষীরও মনে
মিথুন মিথুন গন্ধ ছড়ায়ে
ডুমুর ডুমুর ফুল ফুটেছে বনে। 
বকুল তলায় বসন্ত উৎসবে
ডালায় ডালায় হলুদ লাল ফুল
বাঁশির সুরে হারিয়ে গেল সবে
ছোট্ট মেয়ে নাচলো হুলুস্থুল।
পলাশ পলাশ রং লেগেছে মনে
বসন্ত আগমনে
আজকে যদি প্রেমে পড়ি আবার
রুখবে কোনজনে।
(ছবি গুগুল হতে সংগৃহিত)
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৫
বাকপ্রবাস বলেছেন: বসন্দে হলুদ হলুদ লাল লাল শুভেচ্ছা অগ্নি কল্লোল
২| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩৬
বিজন রয় বলেছেন: রঙ লাগুক।
++
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫০
বাকপ্রবাস বলেছেন: এবং বাসন্তিক শুভেচ্ছা
৩| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগল। চমৎকার  ![]()
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৪
বাকপ্রবাস বলেছেন: ফাল্গুনিয় শুভেচ্ছা জানবেন মাহবুবুল আজাদ ভাই
৪| 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:৪১
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।
 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৩:১৪
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
৫| 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৩:১৬
সায়েল বলেছেন: খুব খুব ভাল।
 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৩:৩২
বাকপ্রবাস বলেছেন: ভালোবাসা দিবস থাক আর না থাক, ভালোবাসা জানবেন
৬| 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৮
এযুগেরকবি বলেছেন: পলাশ পলাশ রং লেগেছে মনে
বসন্ত আগমনে
কুহু কুহু ডাকছে ডালে কুকিল
উহু উহু দমকা হাওয়া মনে
উহু উহু দমকা হাওয়া.............। বনে
ভাল লাগা
+++++++
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১৪
বাকপ্রবাস বলেছেন: আন্তুরিক ধন্যবাদ এবং বাসন্তিক শুভেচ্ছা জানবেন এক দরিয়া সমান
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৪
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।