নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম থেকে উঠে রোজ দাত মাজার আগে
বাবু ফেইসবুকে।
নাস্তাটা করার ফাঁকে চোখ লেগে থাকে
বাবু ফেইসবুকে।
জুতোজামা পড়া হলো শুধু এক হাতে
বাবু ফেইসবুকে।
হেঁটে যেতে রাস্তায় ধাক্কা কার সাথে?
বাবু ফেইসবুকে।
স্কুলে টিফিন আওয়ার ক্লাশের ফাঁকে
বাবু ফেইসবুকে।
বিকেলে খেলার মাঠ কতো করে ডাকে
বাবু ফেইসবুকে।
রাতে পড়ার টেবিল মন কোথায় থাকে?
বাবু ফেইসবুকে।
ঘুমেও স্বপ্ন দেখে দুপুরে কিংবা রাতে
বাবু ফেইসবুকে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫
বাকপ্রবাস বলেছেন: উঠতি কিশোর কিশোরি এবং ঘরের কর্তা সকলেই বাবু
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮
আলোরিকা বলেছেন: সামু থেকে বেরিয়ে ফেবুতে যাচ্ছিলাম এমন সময় আপনার লেখাটি চোখে পড়লো -------হাসছি আমি অবশ্য বাবুর মত ফেবু প্রেমিক না
কবিতা ভাল হয়েছে !
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
বাকপ্রবাস বলেছেন: হা হা হা খুব করে ধন্যবাদ জানবেন
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সব মিথ্যা অভিযোগ আমি ফেসবুকে খুব কম থাকি। আফিসে তো মোটেই না, রাতে ১৫/২০ মিনিট।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০
বাকপ্রবাস বলেছেন: হায় হায় বাবু ফেইসবুকে নাই
তাহলে থাকে কোথায়!!!
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: কি লিখলেন!!
+++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০
বাকপ্রবাস বলেছেন: বাবু তোমার কিচ্ছু বোঝেনা ভাইয়া
সবকিছু ছুড়ে ফেলে ফেইসবুক পাইয়া
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪
জনৈক অচম ভুত বলেছেন: ফেবুপাগল বাবু।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
বাকপ্রবাস বলেছেন: ফেবু ছাড়া কিছ্ছু বোঝেনা বাবু
ফেবুতেই খাই হাবুডুবু
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা.... বাবু ফেসবুকে...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০
বাকপ্রবাস বলেছেন: যেখানেই যান সেখানেই পাবেন, বাবু ফেইসবুকে
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
অগ্নি কল্লোল বলেছেন: বাবু ফেসবুকে?
কোন বাবু?