| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভুলে থাকি
ভালো থাকি
মনে পড়ে
পুড়ে থাকি।
পুড়ে ছাই
হয়ে যাই
মন চায় 
ভুলে যাই। 
ভুলে আছি
ভালো আছি
ভাবতেই 
কানামাছি।
সে আসে
অনায়াসে
জ্বলে আগুন
সে হাসে। 
সে যায়
তুলে হা'য়
পুড়ে আবার 
সেই ছাই।
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:০৭
বাকপ্রবাস বলেছেন: হুম.............অতি খাটি সোনা
অমূল্য দামে কেউ নিতে চায়না
২| 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:০৪
অগ্নি কল্লোল বলেছেন: ভাল চমৎকার।
কিন্তু বুঝি নাই।
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:০৭
বাকপ্রবাস বলেছেন: আমিও বুঝিনাই ![]()
৩| 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:১২
পথে-ঘাটে বলেছেন: উদ্ভট কবিতা!
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:২৭
বাকপ্রবাস বলেছেন: 
  
  ![]()
৪| 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৫
মিলন মাযহার বলেছেন: বোধহয়, পুড়ে আবার সেই ছাই...
ভালো লেগেছে।
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:১৭
বাকপ্রবাস বলেছেন: হুম, থেংক্স, টিক করে দিচ্ছি...........
৫| 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:০৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: কম শব্দে গভীরতা! 
পড়তে ভাল লেগেছে।
 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৩:১২
বাকপ্রবাস বলেছেন: একটা সত্য কথা বলি, আমার ইনক্রিম্যান্ট হয়না বছর বছর, নামকা ওয়াস্তে হয়, অনেকের হয়, অনেকের হয়না, আমারও হয়না, সেই না হওয়া কথটা ভুলে থাকতে চাই, তবুও মনে পড়ে, বছর শেষে সে আসে, হাসি দিয়ে চলে যায়, যাদের হয় তারা হাসে, আমার হাসি পায়না, কষ্ট হয়, তাই এই লিখা, যদিও দেখতে প্রেম ঘটিত
৬| 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৪৬
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।
 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:১২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন অগ্নি সারথি
৭| 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 
,
,
দারুণ ছোট 
ছোট ছন্দ
পেলাম জাত
কবির গন্ধ ! 
দারুণ হয়েছে 
বাকপ্রবাস ,
জানিয়ে গেলাম 
উচ্চ উচ্ছ্বাস ! 
 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:১২
বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা এবং ভালোবাসা জানায়
প্রিয় গিয়াস উদ্দিন লিটন ভাই
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫৮
বিজন রয় বলেছেন: পুড়ে গেলে মন খাঁটি হয় বেশি।
++++