নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- চেতনায় একুশ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭


একুশ মানে ভাষার মাস
আশা ভালোবাসার মাস।
একুশ মানে ফাগুন মাস
বসন্ত আর ফুলের চাষ।

একুশ মানে মাতৃভাষার
নয় বাংলার শুধু একার।
একুশ মানে মনের ভাব
যার যেমন বলার স্বভাব।

একুশ মানে বক্ষে ধারণ
সব ভাষারই হবে চারণ।
একুশ মানে ত্যাগের মাস
শেকল ভাঙ্গার মুক্ত দাস।

একুশ মানে নয়তো দখল
নয় হাংগামা নয়তো নকল।
একশ মানে মনের মিনার
নিবারণের সকল ঘৃণার।

একুশ মানে খবরের পাতায়
লিখতে পারার স্বাধীনতাটায়।
একুশ মানে মুক্ত স্বাধীন
মিডিয়া নয় সরকারের অধীন।

একুশ মানে বিটিভি সংবাদ
শুনবে সবাই নেই অপবাদ।
একুশ মানে বলার ধরন
হবেনা কারো রক্তক্ষরণ।

একুশ মানে মুক্ত কথার
ধরন হবে সভ্য প্রথার।
একুশে তাই জাগুক প্রাণ
মুক্ত বাকের বাজুক গান।

একুশ আমার একুশ তোমার
সকল ভাষার অলংকার।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

মাদিহা মৌ বলেছেন: অনেক চমৎকার! :) ভাল লাগলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা জানবেন

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, চমৎকার!
ভালা লাগা রেখে গেলাম ভ্রাতা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন আব্দুল্লাহ তুহিন ভাই

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

অগ্নি কল্লোল বলেছেন: অনেক সুন্দর একটি ছড়া।। ১ম শ্রেণিতে হাট্টি মাটিম টিম এর বদলে এ ধরণের ছড়া। পাঠ্যভুক্ত করা উচিত।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

বাকপ্রবাস বলেছেন: একুশকে আমরা শুধু বাংলাভাষা হিসেবে চিন্তা করি, কিন্তু সময় অনেক গড়িয়েছে, এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা, এবং সব ভাষার প্রতি সম্মান রাখা চাই, কেউ কেউ হিন্দি ইংরেজী ইত্যাদি তুলনা করে অমুলক হীনমন্যতা দেখায়, একুশ এর পরিধি আরো বড়ো করে মাতৃভাষা হিসেবে দেখতে হবে, শুধু বাংলাভাষা নয়। ধন্যবাদ জানবেনবে কল্লোলদা।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

জয় মন্ডল বলেছেন: খুব ভাল লাগল। ভাল লিখেছেন আরও আরও লিখুন শুভ কামনা রইল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

বাকপ্রবাস বলেছেন: শুদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা জানবেন

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

মাহমুদা আক্তার সুমা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

মিহির মিহির বলেছেন: একুশ আমার হৃদয়ের ভাষা
কথা বলে শিশু শৈশবে
মায়ের কোলে আদর স্নেহে
সেই ভাষায় লিখি কৈশোরে.।.।
পাঠে অনেক অনেক ভালোলাগা রইল। :) :) :)
শুভকামনা জানবেন ভাইয়া।।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১১

বাকপ্রবাস বলেছেন: আপনাকেও অশেষ এবং বিশেষ ধন্যবাদ কবিতার ভাষায় সুন্দর কমেন্ট করার জন্য

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা জানবেন খুব করে

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

বাকপ্রবাস বলেছেন: আপনাকেও ফাগুন মাসের শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.