নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

- দহন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪



রাত যেমন দিন বোঝেনা
দিন বোঝেনা রাত
ধনী বোঝেনা গরীব রোদন
বোঝে অজুহাত।

ভরা পেট ক্ষুধা বোঝেনা
ক্ষুধা বোঝেনা সময়
থাকলে পয়সা কেউকি আর
পুষে রাখে প্রলয়।


মিরু বোঝেনা এক শালিকের
রাত জাগার গল্প
ভিরু বোঝেনা স্বপ্ন জয়ের
সাহস লাগে অল্প।

কেউ বোঝেনা কারো জ্বালা
পুড়ে সবাই একা
জ্বলেপুড়েই খাটি সোনা
মিছে হস্ত রেখা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

মিজানুর রহমান মিরান বলেছেন: আমিও আমাকে বুঝি না!
অন্যকে বুঝারও প্রশ্নই আসেনা।

লেখায় ++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

বাকপ্রবাস বলেছেন: এতো দেখি শূন্য থেকে শূন্যে, ধন্যবাদ ভাইযান

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


যার ব্যথা শুধুই সেই বোঝে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

বাকপ্রবাস বলেছেন: অনেকটা তায়, ধরুন আমরা সরকারের কাছে কতো দাবী দাওয়া জানায়, গ্যাস, বিদ্যুৎ পানির কতো সমস্যা, একটু খেয়াল করুন, যারা রাস্তায় থাকে তাদের কোন দাবি দাওয়া আবদার যেমন নেই আমরাও তাদের জন্য কোন আন্দোলন করিনা আমরা বুঝিনা তাদের, সরকার বোঝেনা আমাদের

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

প্রামানিক বলেছেন: এক কথায় দারুণ কাব্য কথামালা। ধন্যবাদ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ বড় ভাই

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: দহনে পুড়ে গেলাম।
++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

বাকপ্রবাস বলেছেন: আহ্

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.