নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেইট করে উঠে খান অপিষে যান
পথে কতো জ্যাম ছিল অজুহাত পান।
রোজ রোজ বাহানার নেইতো অভাব
জানে সবাই খান বাবুর এটাই স্বভাব।
গতকাল মামা শ্বশুর আগামীকাল শালা
কেউ যানেনা কার কখন, মৃত্যুর পালা।
কতো জনে মরে যায় খান বাবু কাঁদে
কতো লাশ ফিরে আসে দুইদিন বাদে।
সকালে পানি নেই গ্যাস নেই চুলায়
খানবাবু লেইট করে চুলে হাত বুলায়।
যান যান আসুন এবার বস দেয় ঝারি
প্রতিদিন লেইট করা ভীষণ বাড়াবাড়ি।
আজ হঠাৎ কি হলো খান বাবু ভাবে
সবাইকে চমকে দিয়ে ঠিক টাইমে যাবে।
আটটায় অপিষ শুরু সাতটায় হাজির
ঘুম ভেঙ্গে ঘড়ির কাটা নয়টায় স্থির।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ বড় ভাই
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ। +++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
বাকপ্রবাস বলেছেন: খান বাবুর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯
আরণ্যক রাখাল বলেছেন: চরম মজার
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
প্রামানিক বলেছেন: এক কথায় দারুণ। ধন্যবাদ