| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
এমন ছড়া যায়না পড়া
যাচ্ছেতায় ছন্দ
ফুলের ছড়ায় কেবল পড়ায়
নাইতো সুবাষ গন্ধ।
পাখীর ছড়ায় সুরের মেলায়
দোয়েল কোয়েল টিয়ে
যায়না ধরা এমন ছড়া
কি হবে তা দিয়ে।
গাছের ছড়া মাছের ছড়া
ঋতুর ছড়া আছে
বইয়ের পাতায় ছড়ার খাতায়
সদ্য বাছুর নাচে।
 
এমন ছড়া হয়না পড়া
ছন্দ আর তালে 
পুড়ে গাল হবে ছাল
লাল মরিচের ঝালে।
 
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:১৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা উমামা, নার্সারীতে পড়ে
২| 
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উমামার জন্য অনেক স্নেহ ও শুভেচ্ছা।
 
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৫
বাকপ্রবাস বলেছেন: এবং আপনিও অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানবেন
৩| 
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই মিষ্টি একটি ছড়া
 
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:২০
বাকপ্রবাস বলেছেন: অনেক শুভেচ্ছা জানবেন আপু
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এত সুন্দর মিষ্টি মেয়েটার ছবি দেখার পর ছড়াটা পড়তেই হল। খুব ভালো লিখেছেন।