নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিয়াল মামার জন্মদিনে
আসলো সবাই যেচে
আসলো হরিণ নেচে।
কি আনন্দ কি আনন্দ
বনে ফাগুন হাওয়া
হলো ভীষণ খাওয়া।
খাওয়া শেষে একে একে
হলো যখন বিদায়
মরলো মোরগ খিদায়।
গলায় তার কাটা বিধে
ছড়িয়েছিলো বিষ
কি'যে ব্যাথা ইশ।
বলল শিয়াল রাত থেকে যাও
শরীর পুড়ে জ্বর
করবেনাতো ডর!
সাত সকালে মোরগটাযে
কোথায় দিল ডুব
কাঁদলো শিয়াল খুব।
০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৪১
বাকপ্রবাস বলেছেন: খুব খুব খুব করে ধন্যবাদ নেবেন রয়দা
২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৪১
আব্দুল মােজদ বলেছেন: খারাপ লেখ নাই বন্ধু। মন চায় আবার লিখি আবার শুরু করি। একটা দিয়েছি নিচে দেখ।
০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৪১
বাকপ্রবাস বলেছেন: আপনি খুব ভালো লিখেন আব্দুল মােজদ ভাই, ধন্যবাদ রইল কিন্তু
৩| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪
মাসুদ মাহামুদ বলেছেন: দারুন
০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৪২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন মাসুদ মাহামুদ ভাই
৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩
আলোরিকা বলেছেন: মজার !
০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৪২
বাকপ্রবাস বলেছেন: হুম, মোরগ এর রানটা বেশী মজার, শেয়াল এর ভাস্যমতে
৫| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪
আলোরিকা বলেছেন: সাত সকালে মোরগটাযে
কোথায় দিল ডুব
কাঁদলো শিয়াল খুব!!!! আহারে
০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৪৩
বাকপ্রবাস বলেছেন: বেচারা জন্মদিনের গিফ্ট হয়ে থাকলো, এবং আপনাকে খুব করে ধন্যবাদ জানিয়ে রাখলুম
৬| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬
জয় মন্ডল বলেছেন: খুব ভাল লাগল
০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৪৩
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন কিন্তু
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮
বিজন রয় বলেছেন: দারুন
দারুন
দারুন।
++++