| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি কাঁদি সে কাদেঁ
আমি হাসি সে হাসে
খুব বুঝি ভালোবাসে সে আমাকে?
রোজ দেখি যাকে।
দেখি তার চোখ
দেখি তার মুখ
ঠোট গাল সব দেখি, সে আমাকে
রোজ দেখি তাকে।
চুলে কাটি সীঁথি 
গুনগুনে গীতি
কতো কথা মনে পড়ে হৃদয়ের বাঁকে
আমি দেখি, সে আমাকে।
 
০৩ রা মার্চ, ২০১৬  রাত ৯:২৯
বাকপ্রবাস বলেছেন: 
  ধন্যবাদ রইল মাসুদ মাহামুদ ভাই
২| 
০৩ রা মার্চ, ২০১৬  রাত ১১:৪৬
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
 
০৩ রা মার্চ, ২০১৬  রাত ১১:৫২
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবনে বড় ভাই
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:০২
মাসুদ মাহামুদ বলেছেন: ভাল লাগলো